September 23, 2023, 5:18 pm
মোঃ হায়দার আলী রাজশাহী থেকে।।
সারাদেশের ন্যায় নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহীর গোদাগাড়ীতে উপমহাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে গোদাগাড়ী উপজেলা ও পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
বিকেলে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে ফিরোজ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশস্থলে এসে শেষ হয়।
পরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী ১ আসনের সংসদ সাবেক শিল্প প্রতিমন্ত্রী আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে ওমর ফারুক চৌধিরী এমপি বলেন, শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, শিক্ষা বান্ধব সরকার, বেগম খালেদা ডিজিটাল বাংলাদেশের বিরোধীতা করেছিল আর এখন তিনি এ সুফল ভোগ করছেন। ছেলে তারেক জিয়ার দিনে রাতে হট অ্যাপে কয়েকবার করে কথা বলছেন।
আপনাদের সকলকে নিয়ে স্মাট বাংলাদেশ গড়ার পরিকল্পনা হাতে নিয়েছেন প্রধান মন্ত্রী শেখ হাসিনা। নির্বাচন নিয়ে দেশী বিদেশী চক্রান্ত শুরু হয়েছে। কোন লাভ হবে না যথাসময়ে সংবিধান অনুযায়ী সংসদ নির্বাচন অনু্ষ্ঠিত হবে। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান ওমর ফারুক চৌধুরী এমপি।
বিএনপি জামায়াতের মিস্টি কথায় না ভুলে আওয়ামীলীগের সাথে থাকুন, শেখ হাসিনার সাথে থাকুন, ভাল কাজের সাথে থাকুন, উন্নয়নের সাথে থাকুন। নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধান মন্ত্রীর চিয়ারে বাসাতে হবে। ২০০১ সালের কিছু সুশীল ও দুটি দেশের দূতাবাস কর্মীরা ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হারিয়ে দিয়েছিল। আবারও তারা চক্রান্ত শুরু করেছেন। বিশ্বব্যাপী যেখানে পণ্যের দাম বেড়ে যাচ্ছে, আমরা তো এগুলোর বাইরে যেতে পারি না। সেই ধাক্কা আমাদের উপর এসে লাগছে।
বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, দেওপাড়া ইউপি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দীন সোহেল, গোগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান প্রমূখ।
মোঃ হায়দার আলী
রাজশাহী।