September 27, 2023, 8:49 am
এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে এদের আটক করতে সক্ষম হয়।
অফিসার ইনচার্জ নলডাঙ্গা থানা এর দিকনির্দেশনায় টিম অভিযান কালে ২২.৫৫ ঘটিকায় থানাধীন মোমিনপুর সরদারপাড়া গ্রাম হতে ২ লিটার ২৫০ মিঃলিঃ চোলাই মদ সহ আসামী ১) সুবাস সরদার (৪৮) পিতা-মৃত মাধুরাম সরদার , সাং-মোমিনপুর সরদারপাড়া থানা-নলডাঙ্গা,জেলা-নাটোর’২) মোঃ আক্তার হোসেন (৩০) পিতা-মৃত কফিল উদ্দিন শেখ,সাং-মোল্লাপাড়া,থানা- পুঠিয়া,জেলা-রাজশাহী দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।
অদ্য গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নলডাঙ্গা থানার মামলা নং-১২ ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) সারনির ২৪ (ক) রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।প্রকাশ থাকে যে,১ নং আসামি সুবাস সরদার এর বিরুদ্ধে পূর্বের ০২টি মাদক মামলা রয়েছে।
এ,কে,এম,খোরশেদ আলম
নাটোর।