September 26, 2023, 2:46 am
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড ও পল্লী জীবিকায়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের আয়বর্ধণ মুলক ৩ দিনের শাক-সবজি চাষাবাদ বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার ২০ জুন হতে বৃহস্পতিবার ২২জুন ২০২৩ ইং উপকারভোগী ৪০ জন সদস্যের মধ্যে এই প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। পল্লী উন্নয়ন কর্মকর্তা বিআরডিবি দোয়ারাবাজার, প্রকল্প পরিচালক পল্লী জীবিকায়ন ঢাকা, কৃষি কর্মকর্তা দোয়ারাবাজার, মো. শাহীনুর রহমান উপজেলা প্রকল্প কর্মকর্তা পজীপ ৩য় পর্যায় দোয়ারাবাজার সুনামগঞ্জ।