July 15, 2025, 3:18 am
জাকিরুল ইসলাম, বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুজহাত তাসনীম আওন। মঙ্গলবার রাত ৯ টায় পৌর শহরের চাংপাই চাইনিজ রেস্টুরেন্ট এন্ড ফাস্ট ফুডে প্রেসক্লাবের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউএনও নুজহাত তাসনীম আওনকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেন প্রেসক্লাব সদস্যবৃন্দ।
প্রেসক্লাব সভাপতি মোরশেদ মানিকের সভাপতিত্বে, মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, নবাগত ইউএনও নুজহাত তাসনীম আওন, সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, ভাইস-চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: বিপুল কুমার চক্রবর্তী, প্রবিণ আইনজীবী অ্যাডভোকেট মওলা বক্স, সিনিয়র সাংবাদিক ডাক্তার নুরল হক, জালাল উদ্দিন রুমী, মাহমুদুল হক মানিক, ফরিদ হোসেন, নূরে আলম সিদ্দিকী নূর প্রমুখ। সভা সঞ্চালনা করেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক কামরুজ্জামান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন বলেন, যে কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। সাংবাদিকরা সমাজের আয়না। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আপনাদের যে কোন তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা যেন একসাথে কাজ করতে পারি। সরকারি নিয়ম-নীতির মধ্যে বিরামপুরে ভালো কিছু করতে চাই। এজন্য উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন ৩৫ তম বিসিএসের এ কর্মকর্তা।
মতবিনিময় সভায় অংশ নেন, সিনিয়র সাংবাদিক মোবারক আলী, আবু তাহের, মাহবুবুর রহমান, এম আই তানিম, জাহিনুর ইসলাম, একলাছুর রহমান, জাকিরুল ইসলাম, রিপন মানিক চৌধুরী, আব্দুল কাফি, মিজানুর রহমান, নূর মোহাম্মদ প্রমুখ।
জাকিরুল ইসলাম জাকির
বিরামপুর, দিনাজপুর।