October 3, 2023, 11:04 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
একমাত্র আধুনিক সদর হাসপাতালে স্থানীয়দের মতো এটি রেফাট হাসপাতাল বলেই পরিচিত সরেজমিনে গিয়ে দেখা যায় একটু বৃষ্টিতে বারান্দায় থৈ থৈ পানি এতে ভোগান্তির শিকার রোগীরা। রাতের বেলা বহিরাগতরা রোগীদের কাছ থেকে মোবাইল এবং টাকা পয়সা নিয়ে শটকে পড়ে স্ট্যাচার বা হুইল চেয়ারা থাকলেও দায়িত্ব মত কাজ করে না স্ট্যাচার বেযাড়া রোগীর আত্মীয়রাই নিজে নিয়ে যায় রোগীরা ভোগান্তির শিকার। রাতের বেলা নেই কোন নিরাপত্তা পহরী। এ বিষয়ে পঞ্চগড় সিভিল সার্জন রফিকুল হাসান জানান আমি পঞ্চগড়ে জয়েন করার পর থেকে অনেক চেষ্টা করেছি কিন্তু একটা আনসার পর্যন্ত নিতে পারি নাই আমি আমার চেষ্টার ব্যর্থতা রাখিনি।।
অনেকেই মনে করেন রাতের বেলা পুলিশ প্রশাসন যদি আধুনিক সদর হাসপাতালে তিন চারবার ঘুরে যান তাও কিছুটা হলেও নিরাপত্তা হীনতা থেকে রক্ষা পাবে রুগীরা। সেই পর্যন্ত দেখার অপেক্ষায়।
পঞ্চগড় হতে মোঃ বাবুল হোসেন