July 11, 2025, 6:18 am
কে এম সোয়েব জুয়েল।
বাবুগঞ্জ প্রতিনিধি :- বাবুগঞ্জে ধর্ষন মামলা থেকে পরিত্রান পেতে পুলিশকে ম্যানেজ করে সু- কৌশলে ধর্ষক রনি কলেজ ছাত্রী ধর্ষিতাকে বিয়ে করে গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ করেছেন কলেজ ছাত্রী ও তার পরিবারের লোকজন।।
ধর্ষক রনি ২২ বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরহোগলপাতিয়া গ্রামের আলামিন বেপারীর পুত্র। তিনি একই ইউনিয়নের চরউত্তর ভুতেরদিয়া গ্রামের মৃত বাচ্চু ভুইয়ার কন্যা আগরপু ডিগ্রী কলেজের ছাত্রী প্রিয়া ২০ কে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক বার দৈহিক মেলামেশায় লিপ্ত হন রনি।
গত ১৯ নভেম্বর ২০২২ ইং রাতে বিয়ের কথা বলে প্রিয়াকে ঘর থেকে মোবাইল ফোনের মাধ্যমে বাহিরে বের করে বিয়ের নামে ধর্ষনের চেষ্টা চালালে স্হানিয়রা টের পেয়ে ধর্ষক রনিকে আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের হাতে তুলে দেয়।
আগরপুর পুলিশ ওই রাতেই বাবুগঞ্জ থানায় পাঠিয়ে দেন রনিকে। রনির পরিবারের লোকজন থানা পুলিশকে ম্যানেজ করে ধর্ষন মামলা থেকে পরিত্রান পেতে সু- কৌশলে বিয়ের কাজ সেরে ফেলেন এবং পরবর্তিতে রনি আত্মগোপনে থেকে স্ত্রী প্রিয়া তার কাছ থেকে সরে না গেলে মেরে লাশ গুম করবে বলে এমন হুমকি দেন রনি। এতে প্রিয়া কর্নপাত না করায় প্রতারক রনি ডিভোর্স চিটি পাঠান প্রিয়াকে।
তাই প্রতারক রনিকে খুঁজে বের করে প্রশাসনের সর্বমহলে সর্বচ্ছ শাস্তির দাবি জানিয়েছেন স্ত্রী প্রিয়া তার পরিবারের লোকজন।।