July 18, 2025, 7:49 pm
উজ্জ্বল রায়, নড়াইল থেকে: নড়াইলে ডিবি পুলিশের অভিযানে পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক দুইজন। নড়াইল ডিবি পুলিশ ফরহাদ শেখ (২৪) ও নিশান মোল্যা (২০) নামের দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ফরহাদ শেখ নড়াইল সদর উপজেলার ধোন্দা গ্রামের কাওসার শেখের ছেলে ও নিশান মোল্যা একই গ্রামের আবুল খায়ের মোল্যার ছেলে। উজ্জ্বল রায়, নড়াইল থেকে জানান, রবিবার (১৮ জুন) দুপুরে শাহাবাদ ইউনিয়নের ধোন্দা গ্রাম থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ পরিদর্শক জনাব সাজেদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) জয়দেব কুমার বসু সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৮০(আশি) পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করছে।