May 14, 2025, 12:10 am
রক্সী খান মাগুরা প্রতিনিধি ॥ কৃষক বাঁচাও-দেশ বাঁচাও, সুখি কৃষক, সুখি দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে নিয়ে প্রধানমন্ত্রীর ঘোষিত এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে এ লক্ষে আজ শনিবার সকালে মাগুরায় জেলা কৃষকলীগের আয়োজনে লিফলেট বিতরণ ও হাটসভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের কাচা বাজার এলাকায় জেলা কৃষকলীগের সভাপতি এ্যাডভোকেট মইনুল ইসলাম পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত লিফলেট বিতরণ ও হাটসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র। বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম পানু, বেসরকারি সংস্থা বিষয়ক সম্পাদক মিরুল ইসলাম, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক সাজ্জাদুল ইসলাম বিপু ও স্থানীয় আওয়ামী কৃষকলীগের নেতৃবৃন্দ।
বাংলাদেশ কৃষকলীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ প্রধান অতিথির বক্তৃতায় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশের মানুষ এখন ভালো থাকতে শিখেছে। কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে। বিএনপির আমলে সারের জন্য কৃষকদের গুলি করে হত্যা করা হয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশকে উত্তরণ করে স্মার্ট বাংলাদেশে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশের কৃষকরা হবেন আরো দক্ষ ও উপযুক্ত। হাটসভায় প্রধান অতিথি জনসাধারনের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কৃষি ক্ষেত্রে উন্নয়নচিত্রের লিফলেট বিতরণ করেন এবং সভা শেষে গাছের চারা রোপন করেন।
রক্সী খান ,মাগুরা।