September 26, 2023, 3:13 am
ABETS এর সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক এবং KDS গ্রুপের চেয়ারম্যান আমাদের বাতিঘর আলহাজ্ব খলিলুর রহমান সাহেব টানা ৬ষ্ঠ বারের মতো চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি এবং আলহাজ্ব আহমদুল হক সাহেব পরিচালক নির্বাচিত হওয়ায় ABETS এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়।
এই সময় আলহাজ্ব খলিলুর রহমান সাহেব সমাজ সেবা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। এবং সর্বদায় সমাজ সেবায় ABETS এর পাশ্বে থাকার আশ্বাস প্রদান করেন। এবং সমাজ সেবায় তরুন এবং মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসার জন্য আহবান জানান।
এসময়ে উপস্থিত ছিলেন ABETS এর প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি এম. ইদ্রিচ চৌধুরী অপু প্রতিষ্ঠাতা জনাব জসিম উদ্দিন বাবু কার্যনির্বাহি পরিষদের সহ-সভাপতি এম. হাশেম বাহাদুর, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নিলয়, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন জীবন, অর্থ দপ্তর ও প্রচার সম্পাদক আজিজুল হক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন উদ্দীন জীবন, উন্নয়ন সম্পাদক রায়হান চৌধুরী বোরহান, শিক্ষা বিষয়ক সম্পাদক ইমাম উদ্দিন জিসান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নাঈম উদ্দিন বাবু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শহিদুল আলম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আয়ফুর আলম,নারী ও শিশু বিষয়ক সম্পাদক শাকিলা পারভীন সোনিয়া সহ আরও অনেকে।