July 18, 2025, 8:48 pm
মোঃ আনিসুর রহমান আগুন, গাইবান্ধা থেকেঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কৃষি ইনস্টিটিউট ভবনে কৃষকদের মাঝে ওইসব বীজ ও সার বিতরণ শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, সহকারী কমিশনার(ভূমি) মাসুদুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির, কৃষি সম্প্রসারণ অফিসার মিজানুর রহমান, উপ- সহকারি কৃষি অফিসার সরোয়ার হোসেন, মোখলেসুর রহমান, আব্দুর রাজ্জাক, সাংবাদিক মোশাররফ হোসেন বুলু, শামছুল হক প্রমূখ। প্রতিজনকে ৫ কেজি ধানের বীজ,১০কেজি এমওপি ও ১০ কেজি ডিএপি করে সার দেয়া হয়। জাতের মধ্যে ছিল, ব্রি-ধান-৫২,৭৫,৮৭,৯৩, ৯৪,৯৫,৮০ প্রভৃতি। এসময় কৃষি অফিসার কৃষিবিদ রাশিদুল কবির কৃষকদের স্বর্ণা ধানের পরিবর্তে ৯৩,৯৪,৯৫ জাতের ধান লাগার পরামর্শ দেন।