July 15, 2025, 3:28 am
রক্সী খান মাগুরা : আগামী ১৮ জুন সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে । এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে মাগুরা সিভিল সার্জন সম্মেলন কক্ষে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভায় জেলা সিভিল সার্জন ডা: শহীদুল্লাহ দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: দেবপ্রিয় সরকার,সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান,মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান ।
সভায় জানানো হয়,এবার জেলায় ১ লক্ষ ১৮ হাজার ১১৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে । এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ১২ হাজার ৬৪২ জন শিশুকে নীল রঙের ও ১ বছর থেকে ৫ বছর বয়সী ১ লক্ষ ৫ হাজার ৪৭২ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে । এ ক্যাম্পইনে ৯৩৬টি কেন্দ্রে ২৫৯ জন স্বাস্থ্যকমী,১ হাজার ৮৮৯ জন স্বেচ্ছাসেবক ও ১১৮ জন সুপারভাইজার কাজ করবে । সভায় আরো জানানো হয়,ভিটামিন শিশুর অন্ধত্ব প্রতিরোধ করে,স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তথা শিশু মৃত্যুও হার কমায় ।
এ সভায় জেলায় কর্মরত মিডিয়ার ৪০ জন সাংবাদিক অংশ নেয় ।
রক্সী খান,মাগুরা।