July 8, 2025, 3:32 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে পিকআপ চাপায় স্থানীয় আকিজ জুট মিলের দুই শ্রমিক নিহত হয়েছেন।
আজ শুক্রবার (১৬ জুন) রাতে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই দুই শ্রমিক মারা যান।
এর আগে বিকাল সাড়ে ৫ টার ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার পুরাতন মুকসুদপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আবু বকর মিয়া দূর্ঘটনা নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, মাদারীপুরে রাজৈর উপজেলার থানা রোড এলাকার দোলোয়ার হোসেনের ছেলে মো: মোক্তার হোসেন (৪২) ও যশোর জেলার অভয়নগর নওয়াপাড়ার মশরহাটি গ্রামের আজাহার মোল্যার ছেলে মো: মিজানুর রহমান মিঠু (৪০)।
ওসি মো: আবু বকর মিয়া জানান, বিকাল সাড়ে ৫টার দিকে স্থানীয় আকিজ জুট মিলের দুই শ্রমিক মোক্তার ও মিজানুর পুরাতন মুকসুদপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশ দিয়ে হাঁটছিলেন।
এসময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি পিকাপ (ঢাকা-মেট্রো-ন-১৯৩৯৫৩) ওই দুই শ্রমিককে চাপা দেয়। এতে মারাত্মক আহতাবস্থায় পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান।
ওসি আরো জানান, এ ঘটনায় স্থানীয় মা ফিলিং ষ্টেশনের সামনে থেকে ঘাতক পিকআপটিকে আটক করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ মামলাটি তদন্ত করবেন বলেও জানান ওসি।
আকিজু জুট মিলের ম্যাকানিক্যাল সুপার ভাইজার তারিকুজ্জামান রাতুল জানান, আমাদের এখানকার দুই কর্মচারী পুরাতন মুকসুদপুর থেকে জুট মিলে আসার পথে একটি পিকআপ ভ্যান তাদের চাঁপা দিয়ে চলে যায়। পরে ফরিদপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। #