July 18, 2025, 8:53 pm
এস মিজানুল ইসলাম, বিশেষ সংবাদদাতা।। বেসরকারী সংস্থা সিবিএম ও আভাসের সহযোগিতায় এবং প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের বাস্তবায়নে বানারীপাড়ায় ফোকাস গ্রুপের সাথে বেইজ লাইন সার্ভে অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের কার্যালয়ে সার্ভে অনুষ্ঠানে প্রতিবন্ধী সদস্য, জন প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ইউপি সচিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন, এনজিও সমন্বয় পরিষদের সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এস মিজানুল ইসলাম, শিক্ষক মোঃ কাওছার হোসেন, প্রকল্পের পরামর্শক সৈয়দা সাদিয়া আসমা রাশিদা, সুমাইয়া আক্তার সেজুতি, সিআরপির সভাপতি মোঃ সেকেন্দার আলী, সহ সভাপতি বেলাল হোসেন। বেইজ লাইন সার্ভের সার্বিক সমন্বয় করেন আভাস প্রকল্পের বানারীপাড়ার সমন্বয়কারী মোঃ সাইদুল ইসলাম।#