July 8, 2025, 2:43 pm
মোঃ হামিদার রহমান নীলফামারীঃ ১৩ জুন মঙ্গলবার ২০২৩, জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং জেলা পুষ্টি সমন্বয় কমিটি, নীলফামারী এর বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
“মজবুত হলে পুষ্টির ভিত, স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত” এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩ এ উপস্থিত অতিথিগণ পুষ্টির গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পুষ্টির অভাবে যেন কেউ অসুস্থ না হয় সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত বক্তব্য, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকৃত বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
উক্ত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা পুষ্টি সমন্বয়, কমিটি, নীলফামারী; এ্যাড. মমতাজুল হক, চেয়ারম্যান, জেলা পরিষদ, নীলফামারী, ডাঃ হাসিবুর রহমান, সিভিল সার্জন ও সদস্য সচিব, জেলা পুষ্টি সমন্বয় কমিটি, নীলফামারী; আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নীলফামারী; ডাঃ মোঃ আবু হেনা মোস্তফা কামাল, UHFPO সদর, নীলফামারী, ডাঃ আব্দুল্লাহ আল মামুন, MOCS সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।