May 10, 2025, 7:59 pm
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পুজগাং এলাকা হতে ১৪ কেজি গাঁজা সহ একজনকে আটক করেছে পানছড়ি থানা পুলিশ।
সুত্র জানায় , ১০ জুন শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হারুনুর রশিদের দিক নির্দেশনায় এস আই অনিক কুমার দে’র নেতৃত্বে পুজগাং ছনটিলা সড়কের যুগেশ্বর পাড়া থেকে ১৪ কেজি গাঁজা সহ উপজেলার হারুবিল গ্রামের কোপালাক্ষ চাকমার ছেলে অমর শান্তি চাকমা (৩৫) কে আটক করে।
১১ জুন ২০২৩ রবিবার সকালে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন রশিদ আটকের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন , মাদক ,অবৈধ চোরা চালান রোধে থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে এবং তা চলমান থাকবে। ।আটককৃত মাদক চালানকারীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে নিয়মিত মামলা হয়েছে। আজ রবিবার আটককৃত অমর শান্তি চাকমা কে খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।