October 4, 2023, 12:19 am
মোহাম্মদ বাবুল হোসেন :পঞ্চগড় কর্মই আমার ধর্ম ধর্ম ই এবাদত করে দীর্ঘ ২৮ বছর ধরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে কান পরিষ্কার করছেন আজাদ। কখনো বা কোর্টে কখনো বা রোডে কখনো ফুটপাত স্থল বন্দর পোটে বাপ দাদার এই পেশা ধরে রেখেছেন এভাবেই সংসার চালাচ্ছেন সেবা নিতে আসা অনন্ত বর্মন জানানের আমার কানের ব্যথা ছিল এখন খুব আরাম লাগছে তাই উনার কাছেই কান পরিষ্কার করে নেই বাংলা বান্দা স্থল বন্দরের বাবু একই কথা জানালেন।