July 15, 2025, 4:27 am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোগ্রাম আদর্শ বহুমূখি বালিকা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমের কারণে ২ পরীক্ষা জ্ঞান হারিয়ে ফেলে। কয়েক মিনিট মাথায় পানি ঢেলে তাদের জ্ঞান ফিরে আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ভ্যানে করে বাড়ীতে পাঠিয়ে দেয়া হয় বলে জানা গেছে।
প্রধান শিক্ষক মোঃ মোঃ শহিদুল ইসলাম জানান, শিক্ষক না আসার কারণে আমি প্রশ্ন ও খাতা নিয়ে পরীক্ষা কক্ষে যায়। বিদ্যুৎ না থাকার কারণে সাড়ে ১০ টার সময় প্রথমে দশম শ্রেণির পরীক্ষার্থী রাহিদা খাতুন রোল নং ২৫ বাংলা পরীক্ষা দেয়ার সময় জ্ঞান হারায় পরে ৬ ষ্ঠ শ্রেণির সামষ্টিক মূল্যয়ন পরীক্ষা দেয়ার সময় রাধা রানি অজ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়।
তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ্য করে ভ্যানে করে বাড়ীতে রেখে আসা হয়। তিনি আরও জানান, একদিকে প্রচন্ড গরম অন্যদিকে বিদ্যুতের নজীরবিহীন লোডশেডিং এর কারনে শিক্ষার্থীরা প্রায় অসুস্থ্য হয়ে পড়ছে। এটা যেন নিত্যদিনের ঘটনা হয়ে পড়েছে।
নিজস্ব প্রতিবেদক
রাজশাহী।