October 4, 2023, 12:30 am
এম এ আলিম রিপন : পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে ৩০ লক্ষ মানুষের রক্তের ও ২ লক্ষ ৬৯ হাজার মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা। আর এই স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে যারা লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন তাদের চেতনায় ছিল স্বাধীনতা, হৃদয়ে ছিল বঙ্গবন্ধু ও কণ্ঠে ছিল জয় বাংলা। বর্তমান প্রজন্মের অনেকেই মুক্তিযুদ্ধের সাথে পরিচিত না। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস যদি এই নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়, মুক্তিযুদ্ধ সম্পর্কে তারা যদি সম্মুখ ধারনা লাভ করে তবে ভবিষ্যতে কখনো জামায়াতের সাথে গাটবাধা কোন জোট এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আশিন হতে পারবে না।রবিবার পাবনা সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নে সংস্কারকৃত নতুন কোলচরী-শুকচর রাস্তার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, এক সাগর রক্তের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি, সেই সোনার বাংলায় আওয়ামীলীগ যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে তখনইস্বাধীনতার ফসল জনগণ পুরোপুরি ভোগ করতে পারে। সব নাগরিকের মৌলিক ও মানবিক অধিকার নিশ্চিত বাস্তবায়িত হয়। বঙ্গবন্ধুর কন্য জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সরকারের সময়েও লীগের নেতাকর্মীরা মানুষের উপর দাপট খাটায় না, লুট তরাজ করে না -শুধু মানুষের সেবা করে। তাই সরকারের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে বর্তমান সরকারের পাশে থেকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবার আহ্বানও জানান তিনি। অনুষ্ঠানে জেলা আ.লীগ নেতা রকি, চরতারাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, আ.লীগ নেতা আব্দুল জলিল বিশ্বাস, চরতারাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জালাল উদ্দিন বিশ্বাস,ইউপি সদস্য মোক্তার হোসেন, আ.লীগ নেতা দুলাল হোসেন,রইজ উদ্দিন,বাবুল হোসেন, রবিউল ইসলাম রবি ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে সাবেক ইউপি সদস্য আজিবর রহমান আজাই,আব্দুল আজিজ শেখসহস্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।