May 10, 2025, 3:13 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযান চালিয়ে ১নং দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা মৌজায় মাদক সেবনরত অবস্থায় মাদক(গাঁজা) সেবনের সরঞ্জামাদিসহ ০১জন মাদকসেবীকে আটক করেন আদিতমারী থানার পুলিশ।
লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিকনির্দেশনায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, এর নেতৃত্বে এসআই/মিজানুর রহমান, এসআই মতিউর রহমান এএসআই/সিরাজুল ইসলাম এএসআই তপন কুমার সহ,
১নং দূর্গাপুর ইউনিয়নের দক্ষিণ গোবধা মৌজায় মাদক(গাঁজা) সেবনরত অবস্থায় মাদক সেবনের সরঞ্জামাদিসহ ০১ (এক) জন মাদক সেবীকে আটক করেছেন। আটককৃত মাদক সেবী হলেন ১। মোঃ মানিক মিয়া (৩৫), পিতা-মৃত তয়েজ উদ্দিন, সাং- দক্ষিণ গোবধা, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট।
পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রওজাতুন জান্নাত, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার(ভুমি) আদিতমারী, লালমনিরহাট। মাদকসেবীকে ০৭দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০০/- টাকা জরিমানাদন্ড অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করেন। আটককৃত মাদক সেবীকে জেল হাজতে প্রেরণ করা হচ্ছে।
লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, জানান গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় মাদক ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ০১ জন মাদক সেবী আটক করেন করেন আদিতমারী থানার পুলিশ।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৭দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০০০ টাকা জরিমানাদন্ড প্রদান করেন।
হাসমত উল্লাহ।