September 30, 2023, 2:04 pm
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী।।রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে একটি সড়ক সংস্কার কাজে ব্যপক, অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার কের কাজ করার অভিযোগ উঠেছে। রাতের আঁধারে নিম্ন মানের ইট-খোয়াসহ নির্মান সামগ্রী ব্যবহার করে কাজ করার অভিযোগ উঠেছে।
এই নিয়ে এলাকায় জনসাধারণের মাঝে ব্যপক ক্ষোভ সৃষ্টি হয়েছে। জানা গেছে, উপজেলার মাটিকাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাটিকাটা ভাটা জনকল্যাণ সংঘ মোড় হতে ২ নম্বর রেলগেট মোড় পর্যন্ত ৬৪০ মিটার রাস্তার ২২ লাখ টাকা মূল্যে কাজ করছেন আব্দুল হামিদ নামের এক ঠিকাদার । ওই রাস্তাটিতে এজিং এর কাজ করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত বুধবার দিবাগত রাত প্রায় ১২ টারদিকে নুরুল ইসলামের পূর্ব নির্দেশে তার ভাই রেজাউল ইসলাম, দুুরুল হোদা ও সিরুল হোদা কাজের ঠিকাদারের যোগসাজসে ইটভাটা থেকে অতি নিম্নমানের খোয়া ও আধা ইট রাস্তায় ফেলে দেয়। স্থানীয় জনসাধারণ ওই রাতেই এর প্রতিবাদ করে।
বৃহস্পতিবার (৮জুন) সকালে এলাকাবাসী রাস্তার উপর আধা ইট দেখে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে জোরালো প্রতিবাদ করে। এছাড়াও রাস্তায় আধা ইট থাকায় যানবাহন চলাচলে সমস্যা হয়। এসব বিষয়টি ইউপি চেয়ারম্যান সোহেল রানাকে অবগত করেছেন এলাকাবাসী।
অভিযোগের ব্যপারে সিরুল হোদার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তাটিতে পানি জমে যাওয়ায় ইটগুলো ফেলা হয়েছে। রাস্তার কাজে ঠিকাদার আছে সেই কাজ করবে আপনার নিজে এমন আগ্রহ কেনে? উত্তরে বলেন, সমস্যা হলে আমি প্রয়োজনে ইটগুলো উঠিয়ে দিয়ে সমস্যার সমাধান করে নিবো বলে জানান।
কাজের ঠিকাদার আব্দুল হামিদ জানান, ওই রাস্তার কাজে এখনো খোয়া ফেলার উপযোগী হয়নি আরো কিছু কাজ করতে হবে। তবে কে বা কারা রাতের আঁধারে একাজ করেছে তা আমার জানা নেই । তবে খুব দ্রুততম সময়ের মধ্যে বের করার চেষ্টা করছি বলে জানান।
মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহলে রানা বলেন, আমি বিষয়টি এলাকাবাসীর কাছে শুনেছি। কাজের জন্য ঢাকায় আছি । তবে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে উপজেলা এলজিইডি প্রকৌশলী মুনসুর রহমানকে অবগত করেছি বলে জানানেতিনি।
এবিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মুনসুর রহমান জানান, অভিযোগ পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়েছিলো। ওই এলাকার কয়েকভাই মিলে এইকাজটি করেছিলো। সময় দেওয়া হলো তারা কয়েক ঘন্টার মধ্যেই ইটগুলো তুলে ফেলবে বলে জানান।
নিজস্ব প্রতিবেদক,
রাজশাহী।