October 3, 2023, 11:18 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ডক্টর জুলকারনাইন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মনোনীত তথ্য ও প্রযুক্তির সহায়তায় সিএমপি ইপিজেড থানার নেতৃত্বে সেপ্টেম্বরে ৬০ টি হারানো মোবাইল উদ্ধার পটুয়াখালীতে বিএনপির রোড-মার্চ’কে কেন্দ্র করে মুখোশধারী দুর্বৃত্তদের হামলায় আহত মোস্তফা বাগেরহাটের মোরেলগঞ্জে পাবলিক টয়লেট সংকট পথচারীদের চরম ভোগান্তি স্বাস্থ্যঝুঁকি চরমে পাইকগাছায় পৌরশহরে কয়েকটি বাজার জোয়ারে ডোবে ভাটায় জাগে পাইকগাছায় জ্বালানি তেলের ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠান কে ১ লাখ টাকা জরিমানা ভোগান্তিতে রোগীরা ৩য় দিনের মতো ইন্টার্ন নার্সদের কর্মবিরতি ঝিনাইদহে দূর্গা মন্দিরে প্রতিমা ভাংচুর রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মেশিনারিজ পণ্য নিয়ে মোংলায় রুশ জাহাজ পাইকগাছায় জিরবুনিয়া সমবায় সমিতির সভাপতি ও ম্যানেজারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ
ফুলবাড়িয়ায় হুমগুটি খেলার জেরে ইউপি সদস্যকে পেটালেন চেয়ারম্যানের সমর্থকরা

ফুলবাড়িয়ায় হুমগুটি খেলার জেরে ইউপি সদস্যকে পেটালেন চেয়ারম্যানের সমর্থকরা

মো. সেলিম মিয়া ফুলবাড়িয়া প্রতিনিধি :
হুমগুটি খেলাকে কেন্দ্র করে আলমাছ উদ্দিন নামের এক মেম্বারকে মারপিট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (৪ জুন) রাত ১০ টার দিকে কুশমাইল ছলির বাজারে এ ঘটনা ঘটে। আলমাছ উদ্দিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৩নং কুশমাইল ইউনিয়নের ৮নং ওয়ার্ড সদস্য (মেম্বার) ও ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি।
আলমাছ উদ্দিনের ভাগিনা মোস্তাফিজুর রহমান জানান, শনিবার (৩ জুন) ফুলবাড়িয়া পৌর এলাকার ৩নং ওয়ার্ডে হুমগুটি খেলার আয়োজন করে কতৃর্পক্ষ। আমরা উত্তরাঞ্চলের কুশমাইলের বরুকা, গড়পাড়া, চকরাধাকানাই ও বালিয়ানের কিছু অংশ মিলে গুটি নেওয়ার চিন্তা করি। ধারাবাহিকতায় রবিবার ভোররাত পর্যন্ত খেলা চলে এবং গড়পাড়া বেপারীপাড়া মাদ্রাসা সংলগ্ন স্থানে গুটি গুম করতে সক্ষম হই। এরপর সকাল ৭টার দিকে আমরা আনন্দ মিছিল করি।
সকাল ৯টার দিকে ইউপি চেয়ারম্যান আব্দুল বাতিন পুলু’র নেতৃত্বে একটি গ্রুপ বেপারীপাড়া মাদ্রাসা সংলগ্ন স্থানে যায়। সেখানে স্থানীয় আলমাছ মেম্বারসহ অন্যদের সাথে কথা বলেন। তারা গুটিটি ইউনিয়ন পরিষদে নিয়ে যাওয়ার প্রস্তাব করলে আমরা তাতে রাজি হইনি। শেষ পর্যন্ত চেয়ারম্যান সাহেব বললেন এনিয়ে কথা হবে রাত ৯টায় (৪জুন) কুশমাইল ইউ: বদর উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে। যথারীতি আলোচনায় বসা হলে অমিমাংসিত অবস্থায় চেয়ারম্যান সাহেব দরবার থেকে উঠে চলে যান। স্কুল গেইটে আলমাছ মেম্বারকে একা পেয়ে সেখানে অতর্কিতভাবে চেয়ারম্যান পক্ষের লোক রফিকুল গংরা হামলা চালায়। এতে আলমাছ মেম্বার মারাত্মভাবে আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আলমাছ মেম্বার ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।
এ খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষমতাসীন দলের সহযোগি সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের মানুষ দোষীদের বিরুদ্ধে শাস্তি দাবী করেন।
প্রত্যক্ষদর্শী ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছাইফুল ইসলাম বলেন, চেয়ারম্যানের উপস্থিতিতে এমন খুবই ন্যাক্কারজনক। অন্য ঘটনার জেরে ঐতিহ্যবাহী খেলাকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, যা মোটেও কাম্য নয়।
ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বাতিন পুলু বলেন, একটা আলোচনা বসছিলাম কিন্তু সমাধান হয়নি। আমি চলে আসার পর কে বা কারা মারামারির ঘটনা ঘটিয়েছে আমি জানি না। যারা আমাকে জড়ানোর চেষ্টা করছেন তাদের বিচার যেন উপরওয়ালা (আল্লাহ) করেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD