July 8, 2025, 4:47 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
সুজানগরে তাঁত শিল্পে দু-র্দিন,লো-কসানে এক একে ব-ন্ধ হচ্ছে কারখানা সারাদেশে বিআরটিএ ও সাব রেজি-স্ট্রারের ব্যাপক অনি-য়ম দুর্নী-তি সারাদেশে কিশোর গ-্যাং মা-দক সন্ত্রা-সীদের কাছে সাধারণ মানুষ জি-ম্মি আটঘর কুড়িয়ানা নৌকার হাটে সরকার নির্ধারিত চেয়ে দ্বি-গুণের বেশি খাজনা আদা-য়ের অভি-যোগ চো-র জানে না চু-রি যাওয়া গরুগুলা আমার সন্তান ছিল “সন্তান নেই আছে শুধু সংসার চালানোর দুশ্চিন্ত” নড়াইলে স্ত্রীসহ ডা-কাত স-র্দার গ্রে-ফতার ডিসি-এসপি, সাংবাদিক ও গোয়েন্দাদের হুঁশিয়ারি দিলেন এনসিপি নেতা হাসনাত রাজশাহীতে বিএনপির মনোনয়ন চাইছেন তরুন দুই ব্যারিস্টার সুজানগরে বাবার ম-রদেহ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন ছেলে পাইকগাছায় স্বেচ্ছাসেবক দল নেতা তরিকুলের পরিবারের পাশে এস এম এনামুল হক
নীলফামারী আদালত প্রাঙ্গনে বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পুলিশ সুপার নীলফামারী

নীলফামারী আদালত প্রাঙ্গনে বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে পুলিশ সুপার নীলফামারী

মোঃহামিদার রহমান নীলফামারীঃ শনিবার ০৩ জুন২০২৩ নীলফামারী আদালত প্রাঙ্গনে আগত বিচার প্রার্থীগণের জন্য নির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের মাননীয় বিচারপতি এম, ইনায়েতুর রহিম (সাবেক চেয়ারম্যান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১) যথাযথ প্রটোকলের মাধ্যমে নীলফামারী সার্কিট হাউজে উপস্থিত হলে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার নীলফামারী । অতঃপর পুলিশ সুপার নীলফামারীর উপস্থিতিতে নীলফামারী জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। গার্ড অব অনার শেষে মাননীয় বিচারপতি বিকেল ১৭ :০০ ঘটিকায় নীলফামারী আদালত প্রাঙ্গনে এসে উপস্থিত হন এবং আদালত প্রাঙ্গণে আগত বিচার প্রার্থীদের জন্য নির্মিত বিশ্রামাগার “ন্যায়কুঞ্জ” এর ভিত্তি প্রস্তর স্থাপন করেন। অতঃপর মাননীয় বিচারপতি মহোদয় আদালত প্রাঙ্গণে একটি অর্জুন বৃক্ষের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে জেলা আইনজীবী সমিতি, নীলফামারী এর আয়োজনে জেলা আইনজীবী সমিতি, নীলফামারী হল রুমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের মাননীয় বিচারপতি এম, ইনায়েতুর রহিম (সাবেক চেয়ারম্যান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১) সাথে বিজ্ঞ আইনজীবী গনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল করিম, জেলা ও দায়রা জজ নীলফামারী; পঙ্কজ ঘোষ, জেলা প্রশাসক, নীলফামারী; মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, পুলিশ সুপার, নীলফামারী; সাইফুল ইসলাম, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নীলফামারী; এ, বি, এম, গোলাম রসূল বিচারক ( জেলা ও দায়রা জজ) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ নীলফামারী।

এ ছাড়াও উক্ত অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD