September 23, 2023, 6:44 pm
এস মিজানুল ইলসলাম, বিশেষ প্রতিনিধি॥বানারীপাড়া উপজেলার বাইশারীতে পলাশ (২২) নামের এক যুবকের লাশ রেইন্ট্রী গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। পলাশের মৃত্যুর বিষয়টি উদঘাটনে ময়না তদন্তের
জন্য শুক্রবার ২ জুন সকালে লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়।
পলাশ উপজেলার বাইশারী গ্রামের হিরণ হাওলাদারের ছেলে। জানা যায়, ১ জুন বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে একই গ্রামের আ.খালেক বেপারীর বাগানের পাশ দিয়ে ফারুক নামের লোক গোঙ্গানির শব্দ পায়। এসময় তিনি খালেক বেপারীকে ডাক দিলে তিনি টর্চ লাইট পলাশের গলায় গামছার ফাঁস লাগানো রেইন্ট্রী গাছের ডালের ঝুলে আছে।
বিষয়টি থানা পুলিশকে জানালে ওই রাতেই উপ-পরিদর্শক ইসমাইল হোসেন ঘটনাস্থলে লাশ উদ্ধার করে বানারীপাড়া থানায় নিয়ে যান এবং শুক্রবার সকালে লাশ বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাসুদ আলম চৌধুরী বলেন, প্রাথমিক অবস্থায় আত্মহত্যা করেছে। তার পরেও ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে। এ ব্যপারে বানারীপাড়া থানায় ইউডি মামলা হয়েছে।#