November 4, 2024, 6:56 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ঝিনাইদহে সড়ক দু-র্ঘটনায় আলম সাধু চালক নিহ-ত মধুপুরে প্লাস্টিকের বস্তা ব্যবহারের অপরাধে ৫টি রাইস মিলে জরিমানা সুজানগরে ইলিশ সংরক্ষণ অভিযানে গত ২১ দিনে সাড়ে ২৮লক্ষ টাকার জাল জব্দ সুজানগরে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধ*র্ষণ,অভিযুক্ত গ্রেফতার ঝিনাইদহে যুবকের বাড়িতে বিয়ের দাবিতে একসঙ্গে দুই তরুণী অনশন গোদাগাড়ী ও তানোর উপজেলায় আলোচনায় তারেক। বিএনপি এর অঙ্গসংগঠন চাঙ্গা হতে শুরু করেছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরুস্কার বিতরণ আজ ৪ নভেম্বর সু-সাহিত্যিক কাজী ইমদাদুল হকের ১৪৩ তম জন্মদিন রাজশাহীর প্রথম নারী জেলা প্রশাসক আফিয়া আখতার গৌরনদীর সরিকলে বন্দর কমিটির নির্বাচন অনুষ্ঠিত
পাইকগাছায় পাগলীটা মা হয়েছে বাবা হয়নি কেউ

পাইকগাছায় পাগলীটা মা হয়েছে বাবা হয়নি কেউ

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা।।
পাইকগাছার গড়ইখালীতে পুত্র সন্তানের মা হয়েছে এক পাগলী। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে পাগলী ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। জন্মের পর নবজাতক ও প্রসূতির সু-চিকিৎসার ব্যবস্থা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু। বর্তমানে নবজাতক ও তার মা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান এর তত্ত্বাবধায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
গড়ইখালী ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু জানান প্রায় দুই মাস আগে একটা পাগলীর ইউনিয়নের বিভিন্ন জায়গায় দেখা যায়। সেই থেকে সে ইউনিয়নে অবস্থান করছে। কখনো সে শান্তা বাজারে আবার কখনো সে গড়ইখালী বাজারে থাকতো। এলাকার মানুষ যে যা দিতো সেটাই খেতো পাগলী।
বুধবার সকাল সাড়ে ১১টার গড়ইখালীর জৈনক বাদশা গাইন এর একটি পরিত্যক্ত ঘরে অবস্থান করার সময় পাগলীর প্রসব বেদনা দেখা হয়। বিষয়টি জানতে পেরে আমি এলাকার ধাত্রী ও সরকারি ডাক্তার কে ডেকে পাঠায়। ডাক্তার আসার আগেই ধাত্রীর উপস্থিতিতেই নরমাল ডেলিভারীর মাধ্যমে পাগলী একটি ফুটফুটে ছেলে সন্তানের জন্ম দেয়।
পরে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম কে অবহিত করতে ইউএনও মহোদয়ের নির্দেশে বিকেলে উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান ও সরকারি ডাক্তার শীপন হালদার ঘটনাস্থলে আসেন। পরে সন্ধ্যায় সকলের সহযোগিতায় নবজাতক ও প্রসূতি পাগলীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে জন্মের পর কেউ নবজাতকের বাবা না হলেও তাকে লালন পালনের দায়িত্ব নিতে অনেক নিঃসন্তান পরিবার আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু।
বর্তমানে নবজাতক ও প্রসূতি মা সুস্থ রয়েছেন এবং তাদের চিকিৎসার সবধরনের ব্যবস্থা করা হয়েছে বলে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম জানান। উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভা করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা ও সিদ্ধান্ত নেওয়া হবে বলে উপজেলা প্রশাসনের নির্বাহী এ কর্মকর্তা জানান। এদিকে নবজাতক ও প্রসূতির সু-চিকিৎসা সহ প্রয়োজনীয় সবধরনের ব্যবস্থা করায় উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, ইউপি চেয়ারম্যান জিএম আব্দুস সালাম কেরু ও উপজেলা সমাজসেবা অফিসার সরদার আলী আহসান কে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD