October 3, 2023, 11:16 pm
সুজানগর প্রতিনিধি ঃ পাবনার সুজানগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার (৩০ মে) সুজানগর উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের ব্যানারে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় মানিকদীর ঈদগাহ মাঠ চত্বরে সুজানগর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস ছালাম মোল্লার সভাপতিত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহাদতবার্ষিকীর আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল হালিম সাজ্জাদ। অন্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা হারুন খন্দকার, মহিদুল মাষ্টার,মজিবুর রহমান খান, আব্দুল বাতেন, সুজানগর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মোল্লা, পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সিদ্দিক বিশ্বাস, সুজানগর পৌর যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক কিরামত হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক শফিকুল ইসলাম, যুবদল নেতা আব্দুল্লাহ, ছাত্রদল নেতা আরিফ ও সাকিল খান প্রমুখ। আলোচনা সভায় সুজানগর উপজেলা,পৌর ও ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।