September 30, 2023, 12:16 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ঢাকায় মহাসমাবেশ সফল করার লক্ষে পাইকগাছায় কৃষক দলের প্রস্তুতি সভা সংসদ নির্বাচনে মনোনয়ন প্রতাশী জাপানেতা মোস্তফা কামাল জাহাঙ্গীর এর পাইকগাছা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সাতক্ষীরা জেলা শ্রমিকলীগ নবনির্বাচিত আহবায়ক কমিটির বর্ধিত সভা সাতক্ষীরায় ফাস্টফুডের দোকানে ভাংচুর, নগদ অর্থ লুট: থানায় অভিযোগ সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্র জোয়ারে তলিয়ে গেছে, মোংলা পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বিশ্ব ঐতিহ্য প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের লীলাভূমি সুন্দরবনের করমজল পর্যটনকেন্দ্র জোয়ারে তলিয়ে গেছে প্রকল্পের মাস্টার মাইন্ড পিআইও সিরাজুদ্দৌলা আর সিরাজুল ইসলাম মুকসুদপুরে সালিশির কথা বলে ডেকে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ লালমনিরহাটে বিশেষ অভিযানে গাঁজা সহ মাদক কারবারি আটক গোপালগঞ্জে দু’টি আশ্রয়ণ প্রকল্পের ১৫টি পরিবারের মধ্যে ১টি করে ছাগী বিতরণ
গোপালগঞ্জে গৃহবধূ সানজিদার মৃত্যু নিয়ে রহস্য, দেড় মাসেও গ্রেফতার হয়নি আসামী

গোপালগঞ্জে গৃহবধূ সানজিদার মৃত্যু নিয়ে রহস্য, দেড় মাসেও গ্রেফতার হয়নি আসামী

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে গৃহবধূ সানজিদা বেগমের (২৩) মৃত্যু নিয়ে রহস্যের সৃস্টি হয়েছে। তদন্ত রিপোর্টে আত্মহত্যা উল্লেখ থাকলেও সানজিদাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের। তবে পুলিশ বলছে আত্মহত্যার প্ররোচনার দায়ে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় স্বামীসহ শ্বশুড়বাড়ীর লোকজন পলাতক থাকলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিহতের বড় বোন সাহিদা বেগম জানান, মুকসুদপুর উপজেলার চরভাটরা গ্রামে জমি জমা নিয়ে মৃত মুখলেছ চোকদারের পরিবারের সাথে সানজিদার বাবা মো: ইলিয়াছ শেখের সাথে বিরোধ ছিল। পরে এই রিবোধ মেটানোর জন্য সানজিদার সাথে মৃত মুখলেছ চোকদারের পরিবার ছাব্বির চৌকদারের (২৩) বিয়ের প্রস্তাব দেয়। পরবর্তীতে গত ২০২৩ সালের ২৩ ডিসেম্বর সানজিদার সাথে ছাব্বির চৌকদারের বিয়ে হয়।

এরপর থেকে সানজিদার উপর নেমে আসে নির্যাতন। বিভিন্ন সময় যৌতুকের জন্য সানজিদার উপর নির্যাতন চালাতো স্বামী ছাব্বির চৌকদার ও তার পরিবারে লোকজন। এর জের ধরে ২০২৩ সালের ২০ এপ্রিল সানজিদা আত্মহত্যা করেছে এমন খবর এলাকায় ছড়িয়ে দিয়ে সানজিদার পরিবারের কাউকে না জানিয়ে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে সানজিদাকে ডাক্তার মৃত ঘোষনা করলে শ্বশুর বাড়ীর লোকজন মরদেহ ফেলে হাসপাতাল থেকে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে হাসপাতালে গিয়ে সানজিদার মরদেহ উদ্ধার করে পুলিশ খবর দেয়। পরে পুলিশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠালে সানজিদা আত্মহত্যা করেছে বলে মায়নাতদন্তের রিপোর্ট দেয়।

তিনি আরো জানান, ময়না তদন্তের রিপোর্ট নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। আমার বোন কখনই আত্মহত্যা করতে পারে না। এমনকি পুলিশ একজন আসামীকেও গ্রেফতার করতে পারেনি। পুলিশ আসামীদের গ্রেফতার করতে পারলে আমার বোনের মৃত্যুর আসল কারণ বের হয়ে আসবে।

এ ব্যাপারে অভিযুক্তদের বক্তব্য নিতে সানজিদার শ্বশুড়বাড়ীতে গেলে বাড়ী তালাবদ্ধ পাওয়া যায়। এমনকি সানজিদার স্বামী ছাব্বির চৌকদারের ব্যবহারিত মোবাইল ফোনে (নাম্বার ০১৮৪৩-২৮১৫৭৬) বারবার ফোন করলেও তা বন্ধ পাওয়া গেছে। তারা কোথায় গেছেন সে বিষয়ে কিছুই বলতে পারেনি এলাকাবাসী। তবে এলাকাবাসী ধারনা করছে সানজিদার স্বামী বিদেশে পালিয়ে গেছে।

সানজিদার ভাই সাইফুল ইসলাম টুটুল বলেন, বিয়ের পর থেকে আমার বোনের উপর বিভিন্ন সময় নির্যাতন চালানো হতো। বিষয়টি আমি জেনে গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে একটি মামলা দায়ের করি। ময়নাতদন্তে আমার বোন আত্মহত্যা করেছে বলে রিপোর্ট দেয়। আমি মনে করি এ রিপোর্ট ভুল। এমনকি কোন আসামীকেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। আমরা মনে করি সানজিদার স্বামী কাতার চলে গেছে। আমি দ্রুত আসামীদের গ্রেফতার করে আমার বোনের হত্যার বিচার চাই।

সানজিদার বাবা মো: ইলিয়াছ শেখ বলেন, আমার মত কোন বাবা যেন তার মেয়েকে না হারায়। আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। আমি এর সুষ্ঠু তদন্ত শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

সানজিদার মা হেনোরা বেগম বলেন, আমার মেয়ে গোপালগঞ্জ শহরের লাল মিয়া সিটি কলেজে পাড়াশোনা করতো। বাড়ীর পাশে থাকবে, সব সময় দেখতে পারবো বলে বিয়ে দিয়েছিলাম। কিন্তু আমার মেয়েকে ওরা দূরে পাঠিয়ে দিয়েছে। এখন আর আমার মেয়েকে দেখতে পাই না। আমার মেয়ের লাশ গোপালগঞ্জ না নিয়ে ওরা মাদারীপুর গেছে। ময়না তদন্ত গোপালগঞ্জ না হয়ে মাদারীপুরে হয়েছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

এলাকাবাসী নাসিমা বেগম বলেন, সানজিদা আত্মহত্যা করতে পারে না। সানজিদার মত ভাল মেয়ে হয় না। বিয়ের পর তার উপর নির্যাতন চলতো। সানজিদাকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। এমনকি সানজিদার বাবার বাড়ীর লোকজন লুটপাট করেছে এমন অভিয়োগও মিথ্যা।

এলাকাবাসী সোহানা বেগম বলেন, সানজিদা অনেক ভাল মেয়ে ছিল। সবার সাথে মিশতো, হাসি খুশি থাকতো। কিন্তু বিয়ের পর থেকে সানজিদাকে বাইরে বের হতে দিতো না। এমনকি সানজিদার পরিবারের উপর লুটপাটে যে অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা। আমরা সানজিদা হত্যার বিচার চাই।

এলাকাবাসী সাগর চোকদার বলেন, আমি বাড়িতে ছিলাম। উঠানে ধান নাড়ছিলাম এমন সময় চেচামেচি শুনি সানজিদা গলায় ফাঁস নিয়েছে। পরে দৌঁড়ে গিয়ে গাড়িতে উঠিয়ে দেই। কিন্তু আত্মহত্যা করলে জিবহা বের হয়ে থাকবে, চোখ উলটে যাবে এমন কিছুই ছিল না। আমার মনে হয় সানজিদাকে হত্যার পর লাশ ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছে। এমনকি সানজিদার পরিবারের বিরুদ্ধে বাড়ী লুটপাটের যে আভিযোগ এনেছে তা মিথ্যা। এমন কোন ঘটনাই ঘটেনি।

এব্যাপারে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক জালাল উদ্দিন বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে। তবে পলাতক থাকায় আসামীদের গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামীদের গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রয়েছে।

ময়না তদন্তের রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, এটি ডাক্তারদের বিষয়। ময়না তদন্তের রিপোর্ট পুলিশ দেয়নি। #

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD