September 14, 2024, 11:39 pm
এম এ আলিম রিপনসুজানগরঃ পাবনার সুজানগর উপজেলায় প্রায় ৬৪ লাখ টাকা ব্যয়ে নির্মিত নতুন এইচবিবি রাস্তা উদ্বোধন করা হয়েছে। পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি পাকা রাস্তার মোড় হতে লোকমানের বাড়ী পর্যন্ত নতুন এ রাস্তার উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন ,উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী ফজলুর রহমান তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা আওয়ামীলীগ নেতা ইউনুস আলী বাদশা, কুতুব উদ্দিন,পৌর আওয়ামীলীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ, মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারেকসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়,গ্রামীণ মাটির রাস্তা টেকসই করণের লক্ষ্যে হেরিংবোন বন্ড(এইচবিবি) করণ (২য়) পর্যায় প্রকল্পের আওতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে ২০২২-২৩ অর্থ বছরে ৬৩ লাখ ৯৮ হাজার ২৫০ টাকা ব্যয়ে উপজেলার মানিকহাট ইউনিয়নের গাবগাছি পাকা রাস্তার মোড় হতে লোকমানের বাড়ী পর্যন্ত এবং সাগরকান্দি ইউনিয়নের সিন্দুরি বুড়–রিয়া পাকা রাস্তার সামনে হতে হাকিম শেখের বাড়ী পর্যন্ত নতুন এ রাস্তা নির্মাণ করা হয়েছে। উদ্বোধনকালে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির বলেন, জননেত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার জনগনের ভাগ্য উন্নয়নে ও দেশের সার্বিক অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর কন্যার সুদক্ষ ও যোগ্য নেতৃত্বের কারণে বাংলাদেশ আজ উন্নতশীল দেশের কাতারে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। বর্তমান সরকার উন্নয়নে বিশ্বাসী বলে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তাই আগামী নির্বাচনেও আওয়ামীলীগ সরকারকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। সেইজন্য সুজানগর উপজেলার সর্বস্তরের জনগণকে জননেত্রী শেখ হাসিনার পক্ষে অবিচল থাকতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয়ে প্রস্তুতি নিতে হবে।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি।।