July 8, 2025, 3:33 pm

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
ব-জ্রপাতরোধে গৌরনদীতে বিনামূল্যে তালচারা- কী-টনাশক বিতরন অনুষ্ঠান পটিয়ায় চলাচল পথে বাউন্ডারি দিয়ে উ-ল্টো হু-মকি, থানায় অভি-যোগ ভালুকায় সেবার মানোন্নয়নে ইউএনও’র নির্দেশে স্বাস্থ্য কমপ্লেক্সে এসিল্যান্ডের অভি-যান সুজানগরে তাঁত শিল্পে দু-র্দিন,লো-কসানে এক একে ব-ন্ধ হচ্ছে কারখানা সারাদেশে বিআরটিএ ও সাব রেজি-স্ট্রারের ব্যাপক অনি-য়ম দুর্নী-তি সারাদেশে কিশোর গ-্যাং মা-দক সন্ত্রা-সীদের কাছে সাধারণ মানুষ জি-ম্মি আটঘর কুড়িয়ানা নৌকার হাটে সরকার নির্ধারিত চেয়ে দ্বি-গুণের বেশি খাজনা আদা-য়ের অভি-যোগ চো-র জানে না চু-রি যাওয়া গরুগুলা আমার সন্তান ছিল “সন্তান নেই আছে শুধু সংসার চালানোর দুশ্চিন্ত” নড়াইলে স্ত্রীসহ ডা-কাত স-র্দার গ্রে-ফতার ডিসি-এসপি, সাংবাদিক ও গোয়েন্দাদের হুঁশিয়ারি দিলেন এনসিপি নেতা হাসনাত
নওগাঁয় শুরু হয়েছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা

নওগাঁয় শুরু হয়েছে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা

রওশন আরা শিলা,নওগাঁ প্রতিনিধি : নওগাঁ শহরের মুক্তির মোড় সংলগ্ন মাঠে মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মিল্টন চন্দ্র রায়। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটস নামের একটি সংগঠন মাসব্যাপী এ মেলার আয়োজন করছে।
উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি গ্রাসরুটস জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.নাছিম আহমেদ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসাইন, নওগাঁ বিসিকের উপ-ব্যবস্থাপক শামীম আক্তার মামুন,তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি- গ্রাসরুটস নওগাঁ জেলা শাখার সমন্বয়কারী মর্জিনা লাকি,নারী উদ্যোক্তা কাজী মোসলেমা প্রমূখ।
উদ্যোক্তাদের বিভিন্ন পণ্য প্রদর্শনী স্টল ছাড়াও মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য নাগরদোলাসহ মজার অনেক রাইড রয়েছে। মেলা প্রাঙ্গণে মূল ফটকের পাশেই রয়েছে মনোরম ফোয়ারা। মেলার মধ্যস্থলে তৈরি করা হয়েছে মেলার আয়োজক সংগঠনের কার্যালয়।
মেলায় আসা পণ্যের মধ্যে রয়েছে- ক্ষুদ্র উদ্যোক্তাদের তৈরি হস্তশিল্পজাত পণ্য, গৃহস্থালি, বৈদ্যুতিক সামগ্রী, জুতা, বাহারি আচার, প্রসাধনী, নারীদের ইমিটেশন গয়না, কুটির শিল্পের পণ্য ইত্যাদি। মেলা প্রাঙ্গণের বাইরে মুক্তির মোড় ফাঁকা স্থানে বসেছে নানান ধরনের খাবারের দোকান।
এ বিষয়ে জানতে চাইলে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি-গ্রাসরুটস নওগাঁ জেলা শাখার সমন্বয়কারী মর্জিনা লাকি বলেন, মাসব্যাপী এ মেলায় ৫০টি স্টলে রাজধানী ঢাকাসহ জেলার বিভিন্ন স্থান থেকে আসা ক্ষুদ্র ও কুটির শিল্পের পসরা নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। মেলায় আগত দর্শনার্থীদের টিকিট কাউন্টার থেকে ১০ টাকা প্রবেশমূল্য দিয়ে প্রবেশ করতে হবে। তবে উদ্বোধনী দিনে কোনো প্রবেশ মূল্য ছিল না। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা প্রাঙ্গণ।#

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD