October 3, 2023, 11:38 pm
মো.হাসমত উল্লাহ,লালমনিরহাট।।।
লালমনিরহাটের আদিতমারী থানার পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামীদের কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।
লালমনিরহাট জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, এর দিকনির্দেশনায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, এর নেতৃত্বে এসআই/কমল কিশোর ঘোষ , এস আই/গোকুল চন্দ্র বর্মন ,এএসআই/ সিরাজুল, এএসআই/তপন চন্দ্র রায় ও সঙ্গীয় ফোর্সসহ আদিতমারী থানার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ২৭ মে/২০২৩ ইংং । সিআর-২৬৪/২২(A) ২। সিআর-১৩৫/২২(A) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো: আমিনুল ইসলাম , পিতা মৃত তবারক আলী , সাং-মহিষখোঁচা চৌধুরী বাজার , ৩। জিআর-২২৭/১৮(A) মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মো: জুয়েল , পিতা কাশেম আলী , সাং- দূর্গাপুর শঠিবাড়ী , থানা-আদিতমারী জেলা-লালমনিরহাট। গ্রেফতার পূর্বক উভয় আসামীকে অদ্য বিজ্ঞ আদালতে প্রেরন করেছেন।
লালমনিরহাটের আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক, জানান গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের কে গ্রেফতার করেন আদিতমারী থানার পুলিশ।
হাসমত উল্লাহ।