November 12, 2024, 7:11 am
নাজিম উদ্দিন রানাঃদেশের জনগণ আর ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে নেই বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন কোনো নির্বাচন নয়, সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলাই বিএনপির একমাত্র উদ্দেশ্য বলে জানিয়েছেন তিনি। এজন্য দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় এই নেতা।
শুক্রবার (২৬ মে) বিকেলে লক্ষ্মীপুরে বিএনপি আয়োজিত জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির লক্ষ্মীপুরের বশির ভিলা বাসভবন প্রাঙ্গণে বর্তমান সরকারের পদত্যাগের জন্য বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে জেলা বিএনপি এই জনসভার আয়োজন করে।
আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ কোনো দল নয়। তারা হচ্ছে লুটেরা ও খুনি। এরা হচ্ছে গুম-খুনের সহায়ক শক্তি। বাংলাদেশ একটি মাত্র দল হচ্ছে বিএনপি। কারণ ১৪টি বছর বিএনপির নেতাকর্মীরা জ্বলেপুড়ে ঘাঁটি সোনায় পরিণত হয়েছে।’
খসরু আরো বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন আর দেশের মালিক নয়। এখন এ দেশের মালিক হচ্ছে শেখ হাসিনা,তর দলের নেতাকর্মীরা। দুর্নীতিবাজ কর্মকর্তা ও দুর্নীতিবাজ ব্যবসায়ীরা এরা সবাই মিলে একটি পরিবার। এই চক্রটি বাংলাদেশকে দখল করে বসে আছে। সুতরাং এ চক্রের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড প্রতিবাদ গড়ে তুলতে হবে। আগামী দিনের জন্য বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।’
নির্বাচন কেন্দ্রীক সমালোচনা করে বলেন, ‘কিসের নির্বাচন। এখন আমাদের নির্বাচন নিয়ে কোনো আলোচনা নেই। এখন আমাদের আন্দোলন সংগ্রাম করতে হবে,এ সরকার কে পদত্যাগ করতে হবে সবার আগে। এ সরকার অনির্বাচিত, অবৈধ ভাবে সরকার গঠন করে শেখ হাসিনা ক্ষমতায় বসে আছে। এখন দেশের জনগণ আওয়ামী লীগের সঙ্গে নাই।
কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বেগম জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সহ-সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ মজুমদার, হারুনুর রশিদ ভিপি হারুন ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আহমেদ।
জেলা বিএনপির সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু ও যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট মো. হাছিবুর রহমানের সঞ্চালনায় এ জনসভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, অ্যাডভোকেট হাফিজুর রহমান, যুবদল নেতা রেজাউল করিম লিটন, সৈয়দ রশীদুল হাসান লিংকন, প্রমুখ।