July 12, 2025, 6:29 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
জাতি জানতে চায় নতুন বাংলাদেশে কি বৈ-ষম্য থেকে যাবে? ভা-রতীয় আ-ধিপত্যবাদের দাদাগিরি এদেশের ছাত্র জনতা আর মা-নবে না – কামরুল আহসান এমরুল জুলাই আ-ন্দোলনে ১১ জুলাইকে ‘প্রথম প্রতি-রোধ দিবস’ ঘোষণা করলেন উপদেষ্টা আসিফ কুমিল্লায় দিনদুপুরে ট্রাক শ্রমিককে কু-পিয়ে ভু-রি বের করে পালিয়েছে চো-র নড়াইলে খুলনা রেঞ্জের ডিআইজিকে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা কুমিল্লা জেলা ক্রীড়া এডহক কমিটির পক্ষ থেকে আসিফ মাহমুদ কে ফুলেল শুভেচ্ছা পঞ্চগড়ে এক ডায়াগনেস্টিক সেন্টারের মালিককে পাঁচ হাজার টাকা জরি-মানা পঞ্চগড়ে বিএম কলেজের অধ্যক্ষ জেলা কা-রাগারে নেছারাবাদে এস এস সি পরীক্ষায় অকৃ-তকার্য হওয়ার সুমাইয়া নামে এক শিক্সার্থীর আত্মহ-ত্যা বরিশালে স্বর্ণ প্র-তারক চ-ক্রের ৩ সদস্য গ্রে-ফতার
পাইকগাছায় মোবাইল চুরির ঘটনায় খুন জখমের হুমকি দেওয়ায় থানায় জিডি

পাইকগাছায় মোবাইল চুরির ঘটনায় খুন জখমের হুমকি দেওয়ায় থানায় জিডি

পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছায় মোবাইল চুরি সংক্রান্ত বিরোধে গোবিন্দ সরকারকে খুন জখমের হুমকি দেওয়ায় রুবেল সরকার ও সান্টু গাজীর নামে পাইকগাছা থানায় সাধারণ ডায়েরী হয়েছে। সাধারণ ডায়েরী ও বাদী গোবিন্দ সরকার সূত্রে জানা গেছে, উপজেলার ঘোষাল গ্রামের মৃত বিজয় সরকারের পুত্র গোবিন্দ সরকারের মেয়ে পায়ের সরকারের মোবাইল ফোন ঘরের জানালা দিয়ে চুরি করে নেওয়ার সময় দেখতে পেয়ে সে চিৎকার দিলে চোর ফোন নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এ সময় গোবিন্দ সরকার ও তার প্রতিবেশীরা রুবেল সরকারকে দৌড়ে যেতে দেখে রুবেল ফোন নিয়েছে বলে তাদের সন্দেহ হয়।রুবেল একই গ্রামের ভরত সরকারের পুত্র। এ ফোন চুরির ঘটনায় উভয়ের মধ্যে চমর বিরোধ সৃষ্টি হয়। ২২ মে সোমবার মঠবাটি দোকানের সামনে গোবিন্দ সরকার এর সাথে মোবাইল চুরি সংক্রান্ত বিষয় নিয়ে রুবেল সরকার ও ছান্টু গাজীর তর্কবিতর্ক হয়। তর্কবিতর্কের একপর্যায়ে রুবেল ও সান্টু গাজী গোবিন্দ সরকারকে খুন জখন ও প্রাণ নাশের হুমকি দেয়। এ ঘটনায় গোবিন্দ সরকার তার বড় ধরনের কোন ক্ষতি করতে পারে এ আশংকায় ২৪ মে বুধবার পাইকগাছা থানায় রুবেল সরকার ও সান্টু গাজীর নামে থানায়
সাধারণ ডায়েরী করেছেন। যার জি.ডি নম্বর- ১২০৪।

পাইকগাছার দেলুটি ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি।।
পাইকগাছার দেলুটি ইউনিয়ন পরিষদের ৪ কোটি ৮ হাজার ৭ শ ১৪ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় দেলুটি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব এবং বাজেট ঘোষণা করেন ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল। দেলুটি ইউপি সচিব বিজয় কুমার পাল’র স ালনায় উন্মুক্ত বাজেট বিষয়ে বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা অনিল কুমার মল্লিক, সুকৃতি মোহন সরকার, এড. পিযুষ কান্তি সরকার, সুকান্তি সরকার, সুশান্ত রায়, সুভাষ মন্ডল, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রোগ্রাম অফিসার মোঃ জহিরুল ইসলাম, শাহাদাৎ হোসেন রানা, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, রামচন্দ্র টিকাদার, কিংশুক রায়, রবীন্দ্রনাথ মন্ডল, চম্পক বিশ্বাস, বদিয়ার হোসেন, পলাশ কান্তি রায়, রিংকু রায়, পবিত্র সরদার, লক্ষ্মী রানী সরকার, বিনতা রানী সরকার, মেরী রানী সরদার, ইউপি সচিব বিজয় কুমার পাল, হিসাব সহকারি বুলবুল আহম্মেদ, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ হাবিবুর রহমান, কবরী মন্ডল, যুবলীগ নেতা দেবাশীষ মল্লিক, প্রকাশ হালদার, শ্রীকৃষ্ণ রপ্তান, নিতীশ রায়, প্রতুল সরদার, বিভূতি সরকার, অতনু মন্ডল, স্মৃতিশ রায়, উজ্জ্বল গাইন, আলমগীর মোড়ল, নিতীশ সরদার, গৌরাঙ্গ বাওয়ালী, প্রসেনজিত মন্ডল মিঠু, কল্পনা মন্ডল, অনিতা বৈরাগী, নিলীমা মল্লিক, শ্রাবন্তী সরকার, কনিকা সরকার, শুল্কা মজুমদার, রেখা রায়, সুষমা বিশ্বাস, মাফুজা বেগম, রেড ক্রিসেন্ট সিও প্রতিমা ঢালী, সুচিত্রা বিশ্বাস, অনামিকা সরকার, মিতালী রায়। এছাড়া গ্রাম পুলিশ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । বাজেটে মোট রাজস্ব আয় ১৭ লাখ ৩০ হাজার ৫ শ ৭৫ টাকা,মোট রাজস্ব ব্যয় ১৭ লাখ ৩০ হাজার ৫ শ ৭৫ টাকা, উন্নয়ন আয় ৩ কোটি ৮২ লাখ ৭৮ হাজার ১ শ ৩৯ টাকা ও উন্নয়ন ব্যয় ৩ কোটি ৮২ লাখ ৭৮ হাজার ১ শ ৩৯ টাকা। সম্ভাব্য সর্ব মোট আয় ৪ কোটি ৮ হাজার ৭ শ ১৪ টাকা ও সম্ভাব্য সর্ব মোট ব্যয় ৪ কোটি ৮ হাজার ৭ শ ১৪ টাকা।

প্রেরকঃ
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD