November 6, 2024, 12:36 pm
মিঠুন সাহা, খাগড়াছড়ি প্রতিনিধি
“স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়”-এ স্লোগানে খাগড়াছড়িতে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫মে) সকালে জেলা প্রশাসক সম্মেলন হলে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ জনসচেতনতামূলক অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মং সার্কেল সাচিং প্রু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিনিয়া চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফেরদৌসী বেগম, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মনজুরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ এরফান উদ্দিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সুদর্শন, একটিভ সিটিজেন গ্রুপ(এসিজি) সমন্বয়ক আব্দুর রহিম হৃদয়।
এসময় টিআইবি-খাগড়াছড়ির এরিয়া কো-অর্ডিনেটর আব্দুর রহমান, একটিভ সিটিজেন গ্রুপ (এসিজি)র সমন্বয়ক সাংবাদিক মোঃ মাইনুদ্দিন, মৌজাপ্রধান হেডম্যানগণ, খাগড়াছড়িতে অবস্থানরত সকল ব্যাংকের ম্যানেজারগণ, বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ছাত্রী, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মোঃ শহিদুজ্জামান ভূমি বিষয়ে বলেছেন, ভূমি ব্যবস্থাপনা বিষয়ে মানুষের ভোগান্তি কমাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সেবার মনমানসিকতা নিয়ে কাজ করছে। সরকার ভূমি জটিলতা নিরসনে ডিজিটালাইজড পদ্ধতি চালু করেছে।খাগড়াছড়িতেও স্মার্ট ভূমি সেবার আওতায় দ্রুত নামজারি রেজিস্ট্রেশন করা হচ্ছে। তিনি টিআইবি ও সচেতন নাগরিক কমিটি (সনাক)’র সমন্বয়ে গঠিত এক্টিভ সিটিজেন গ্রুপ(এসিজি) ভূমি কমিটির জনসচেতনতামূলক কর্মকান্ডের প্রশংসা করেন।
শেষে মুহূর্তে মুজিববর্ষের আশ্রয়ণ প্রকল্পের আওতায় ঘর পাওয়া ৫ জন সুবিধাভোগীকে জমি রেজিস্ট্রেশনের দলিল বুঝিয়ে দেয়া হয়।