July 14, 2025, 9:18 pm
ষ্টাফ রিপোর্টারঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সরকার গৃহীত সকল আধুনিক কর্মপদ্ধতি বাস্তবায়নে সরকারি কর্মচারীসহ দেশের জনপ্রতিনিধিদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, সরকারি পরিকল্পনা মোতাবকে সকল উন্নয়ন কর্মকাণ্ডের প্রকল্প বাস্তবায়নের ফলে সরকারের বিভিন্ন প্রতিশ্রুতি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন ও মনিটরিং কার্যক্রম সহজতর হবে। সরকারের নীতির সাথে কাজের সমন্বয় নিশ্চিত হওয়ায় সরকারের উন্নয়ন কর্মকাণ্ড পরিমাপ করা সহজ হবে। এসময় তিনি সরকারের উন্নয়ন কর্মকাণ্ড গুলোকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অঞ্জন চন্দ্র পাল।
তিনি বুধবার (২৪শে মে) দুপুরে ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের চলমান কাবিখা, ইজিপিপি প্রকল্প ও আশ্রয়ণ প্রকল্পের উন্নয়ন কাজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনে গিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীদের সাথে মতবিনিময় কালে এসব কথা বলেন। এসময় তার সাথে ছিলেন
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান সহ স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা।
এসময় স্মাট বাংলাদেশ বিনির্মানে স্বচ্ছ ও দুর্ণীতি মুক্ত স্মাট উন্নয়ন প্রয়োজন মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রণালয়ের যুগ্ম সচিব বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সরকারি দপ্তরগুলোর কাজে গতিশীলতা, জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে মডেল এপিএ বাস্তবায়নের লক্ষ্যে প্রাথমিকভাবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে বেছে নেয়া হয়েছে, যা সত্যিই সসময়োপযোগী উদ্যোগ। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় প্রণীত যুগোপযোগী মডেল এপিএ বাস্তবায়ন দেশের উন্নয়ন মান ও বিভিন্ন উন্নয়নে সহায়ক হবে। পরে তিনি ইউনিয়নে চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কাজের স্বচ্ছতা যাচাই বাছাইয়ে ঘুরে-ঘুরে পরিদর্শন করেন।