September 26, 2023, 5:04 am
রিপোর্টার
আল আমিন মোল্লা।
চুয়াডাঙ্গা দর্শনা থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ০১জন। চুয়াডাঙ্গা জেলা পুলিশের সম্মানিত অভিভাবক জনাব আব্দুল্লাহ্ আল-মামুন, পুলিশ সুপার, চুয়াডাঙ্গার দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে দর্শনা থানার এসআই(নিঃ) আহম্মেদ আলী বিশ্বাস, এসআই(নিঃ) মোঃ শামিম রেজা, এএসআই(নিঃ) মোঃ সানোয়ার হোসেন, এএসআই(নিঃ) মারুফুল ইসলাম, এএসআই(নিঃ) মাসুম বিল্যাহ্, এএসআই (নিঃ) বশির উদ্দীন, এএসআই(নিঃ) শেখ আবু হানিফ সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ইং-২২/০৫/২০২৩ তারিখ আনুমানিক ২০:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন রেল বাজার সাকিনস্থ ইসলামী পন্য এন্ড ভ্যারাইটিজ স্টোর এর প্রোপ্রাইটর মোঃ রিফাজ উদ্দীনের দোকানের সামনে হতে আসামী ১। মারুফ হোসেন খন্দকার (৩৯), পিতা-মঈন উদ্দিন খন্দকার, মাতা-রাশেদা বেগম, সাং-লালবাগ (খন্দকারবাড়ী), থানা-কুমিল্লা সদর দক্ষিণ, জেলা-কুমিল্লার হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
আটককৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।