July 8, 2025, 6:03 am
এস মিজানুল ইসলাম,বিশেষ প্রতিনিধি:
বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের মাছরং থেকে ৭০০ গ্রাম গাঁজা সহ এক নারীকে ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃত হলেন মোঃ সাইফুল হাওলাদারের মেয়ে লিমা আক্তার (২৮)। তিনি ঐ গ্রামেরই বাসিন্দা।
জানা গেছে ২০ মে শনিবার বেলা ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম মাসুদ আলম চৌধুরীর দিক নির্দেশনায় অভিযান পরিচালনা করেন উপ পরিদর্শক ওসমান গনি, মাসুদ রানা, জাহিদুল ইসলাম এবং সঙ্গিও অফিসার সহকারী উপ-পরিদর্শক স্বজন, শরিফুল ইসলাম ও নারী পুলিশ নার্গিস। এ সময়ে লিমা আক্তারের সাথে থাকা বাজারের ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মামলার বিষয়ে থানার উপ-পরিদর্শক ওসমান গনি বলেন আটককৃত লিমা দীর্ঘদিন যাবত মাদক কেনা-বেচার সাথে জাড়িত। আসামি লিমাকে মাদক মামলায় অন্তর্ভুক্ত করে আদালতে পাঠানো হয়েছে। #