November 6, 2024, 11:38 am
স্টাফ রিপার্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে গোপালগঞ্জে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
আজ সোমবার (২২ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সুশাসন চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি মাহাবুব আলী খান ও পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সুশাসন চত্বরে এই সেবা সপ্তাহ পালনের জন্য ১০টি স্টলে সেবা প্রদানের ব্যবস্থা গ্রহন করা হয়েছে। আজ সোমবার ২২ মে থেকে আগামী ২৮ মে পর্যন্ত চলবে ভূমি সেবা সপ্তাহ।
অপরদিকে, গোপালগঞ্জের মুকসুদপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কাবির মিয়া। মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ইমাম রাজী টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে মুকসুদপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম মোল্যা, তাপসী বিশ্বাস দুর্গা, পৌর মেয়র আশরাফুল আলম শিমুল, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম শিকদার, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান টুটুল বক্তব্য রাখেন। #