September 26, 2023, 5:08 am

বিজ্ঞপ্তি :
বিশেষ সতর্কীকরন - "নতুন বাজার পত্রিকায়" প্রকাশিত সকল সংবাদের দ্বায়ভার সম্পুর্ন প্রতিনিধি ও লেখকের। আমরা আমাদের প্রতিনিধি ও লেখকের চিন্তা মতামতের প্রতি সম্পুর্ন শ্রদ্ধাশীল। অনেক সময় প্রকাশিত সংবাদের সাথে মাধ্যমটির সম্পাদকীয় নীতির মিল নাও থাকতে পারে। তাই যেকোনো প্রকাশিত সংবাদের জন্য অত্র পত্রিকা দায়ী নহে। নতুন বাজার পত্রিকা- বাংলাদেশের সমস্ত জেলা, উপজেলা, ক্যাম্পাস ও প্রবাসে প্রতিনিধি নিয়োগ চলছে! বিস্তারিত: ০১৭১২৯০৪৫২৬/০১৯১১১৬১৩৯৩
শিরোনাম :
আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবারও ঢাকা-১৯ এর এমপি ডা: এনামুর রহমান জনমতে এগিয়ে বরিশাল ২ আসনে নৌকার প্রার্থী হিসেবে আলোচনায় সেরনিয়াবাত আব্দুল হাকিম নেছারাবাদে মেম্বার এসোসিয়েশন এর উদ্ধোধনি অনুষ্ঠান বয়কটের ঘোষনা দিলেন জেলা পরিষদের সদস্য আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের মতবিনিময় বাবুগঞ্জে প্রবাসীর কন্যা অপহরণ-থানায় মামলার ১০ দিনেও খোঁজ মিলাতে পারেনি প্রশাসন মানব কল্যাণ করা কি অপরাধ বললেন শাহজালাল পান কবিরাজ সুন্দরগঞ্জে পুরাতন ইউএনও’র বিদায় নবাগত ইউএনও’র বরণ মানবতার ফেরিওয়ালা এমপি -আফতাব স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রযুক্তি নির্ভর কৃষি গড়ে তুলতে হবে ইউএনও শফিকুল ইসলাম পাইকগাছার বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত
গোপালগঞ্জের চাঞ্চল্যকর মফিজুর হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার-২

গোপালগঞ্জের চাঞ্চল্যকর মফিজুর হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার-২

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাঞ্চল্যকর মফিজুর হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে র ্যাব-৬।

আজ শুক্রবার (১৯ মে) ঢাকা মহানগরীর গেন্ডারিয়া এবং মিরপুর এলাকায় অভিযান পরিচালনা এদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৬ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃতরা হলো, গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সিরাজ শেখ (৫৫) ও মো: হাচান শেখ (২২)।

র‍্যাব-৬ জানায়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে নিহত মো: মফিজুর রহমানের সাথে গ্রেফতারকৃত সিরাজ শেখের মধ্যে বিরোধ চলে আসছিলো।

এর জের ধরে গত ২৬ এপ্রিল আসামী সিরাজ শেখ ও তার ছেলে হাচান শেখসহ সহযোগীরা দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাড়িতে প্রবেশ করে মো: মফিজুর রহমানকে এলোপাথারিভাবে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় তাঁর সাত মাসের অন্তঃস্ত্ত্বা স্ত্রী বাঁচাতে গেলে আসামীরা তাকেও মারধর করে।

পরে স্থানীয় লোকজন মো: মফিজুর রহমান ও তার স্ত্রীকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ মে মফিজুর রহমান মারা যান। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে কাশিয়ানী থানায় একটি মামলা দায়ের করেন।

পরে র‌্যাব-৬ ও র‍্যাব-৪ এর একটি যৌথ চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগরীর গেন্ডারিয়া এবং মিরপুর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান পলাতক আসামী সিরাজ শেখ ও মো: হাচান শেখকে গ্রেফতার করে।

র‌্যাব-৬ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যাকান্ডের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।

Please Share This Post in Your Social Media






© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Design & Developed BY AMS IT BD