November 6, 2024, 10:46 am
কে এম সোহেব জুয়েল :সংবাদ প্রকাশের স্বল্প সময়ে প্রশাসনের তৎপরতায় বরিশালের বিমান বন্দর থানার রহমাতপুর মাধ্যমিকবিদ্যালয়ের অপহৃত দশম শ্রেনীর স্কুল ছাত্রীকে গতকাল বুধবার ১৭ মে ঢাকা থেকে বিমান বন্দর থানা পুলিশ উদ্ধার করেছেন বলে অপহৃত স্কুল ছাত্রীর পরিবার সুত্রে জানাগেছে।অপর দিকে অপহরনকারী নাফিজকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেন থানা পুলিশ। এমনটি জানিয়েছেন তারা (অপহৃত স্কুল ছাত্রীর) পরিবারের লোকজন।
উল্লেখ্য ঘটনাটি বরিশালের বিমান বন্দর থানার রহমাতপুর মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেনীর এক ছাত্রীর বেলায় ঘটে। এ ব্যাপারে ওই স্কুল ছাত্রীর মা সুমারানী দাস বাদী হয়ে বিমান বন্দর থানায় অপহরন মামলা দায়ের করেন।
ছাত্রীর মা সুমা জানান, গত ৮ মে প্রতিদিনের ন্যায় সকাল ৯:৩০ মি: সময় তার কন্যা বাড়ি থেকে স্কুলে যায়। কিন্তু স্কুল থেকে বাড়ি ফেরার সময় অতিবাহিত হলে তার (ছাত্রীর) বাবা মা খোঁজা খুজি শুরু করে দেয় কন্যাকে।
তাকে খোঁজা খুজি করে কোথাও না পেয়ে বিশ্বস্ত সুত্রে জানতে পায় বিমান বন্দর থানার পাংশা গ্রামের মিজানুর রহমানের সহয়তায় তার পুত্র নাফিজুর রহমান ১৯ স্কুলে যাওয়ার পথে মটর সাইকেল যোগে তার কন্যার ইচ্ছার বিরুদ্ধে জোর পুর্বক তাকে তুলে নিয়েছেন বলে মামলা ও পরিবার সুত্রে জানাগেছে।
তিনি (ছাত্রীর মা) বলেন, প্রাই তার কন্যাকে স্কুলে যাওয়ার পথে তাকে প্রেমের প্রস্তাব সহ নানান ধরনের কু- প্রস্হাব সহ হুমকি দামকি দিত নাফিজ। তার প্রেমে রাজি না হওয়ার কারনে এ ঘটনা ঘটিয়েছেন বখাটে নাফিজ।
এ ব্যাপারে ৯ মে বিমান বন্দর থানায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন ছাত্রীর মা সুমা রানী দাস। এরি ধারাবাহিকতায় গতাকাল বুধবার উপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধার করে মেডিকেল টেষ্টে পাঠানোর খবর জানা গেছে। এবং নাফিজকে জেল হাজতে পাঠিয়েছেন থানা পুলিশ।