September 23, 2023, 6:05 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সদর থানা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও সাধারন সম্পাদকসহ ৬ নেতা-কর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জনই বশেমুরবিপ্রবি-র শিক্ষার্থী।
আজ বুধবার (১৭ মে) দুপুরে জেলা শহরের পূর্ব মিয়াপাড়া ও এস এস আলিয়া মাদ্রাসা থেকে এদের গ্রেফতার করা হয়।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলো, গোপালগঞ্জ সদর থানা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ও বশেমুরব্রিপবি’র আইন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র আল ইমরান মুসা (২৪), সদর থানা সাধারন সম্পাদক ও ব্যবস্থাপনা বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র আবু কালাম (২১), রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মুয়াজ বিল্লাহ (২২), কেমিক্যাল ইন্জিনিয়ারিং বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র সেলিম রেজা (২৫), পূর্ব মিয়াপাড়া বিসমিল্লাহ জামে মসজিদের ইমাম মো. আলাউদ্দিন (৩২) ও মাদ্রাসা ছাত্র মো. শরিফুল ইসলাম (১৫)। গ্রেফতারকৃতদের মধ্যে একজনের বাড়ী গোপালগঞ্জ জেলায়। বাকীদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
ওসি জাবেদ মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের পূর্ব মিয়াপাড়া মাওলানা জামাল উদ্দিনের বাসার অভিযান চালানো হয়। এসময় ওই বাসা থেকে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন বই, ম্যাগাজিন, প্রচার পত্র ও বিশেষ ফরমসহ চারজনকে গ্রেফতার করা হয়। এসময় তারা জিজ্ঞাসাবাদে ইসলামী ছাত্রশিবিরের সদস্য বলে স্বীকার করে।
পরে তাদের দেয়া তথ্য মতে এস এস আলিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে আরো দুইজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানিয়েছেন ওসি। #