September 23, 2023, 6:34 pm
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপলগঞ্জে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে সিএমএসএমই খাতে “নারী উদ্দোক্তাদের ঋণ, বিনিয়োগ বিতরণের লক্ষ্যে ব্যাংকার” উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৫ মে) দুপুরে গোপালগঞ্জ পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সমাবেশ ও ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এস এম হাসান রেজা।
সোনালী ব্যাংক, গোপালগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো: শামীম আজাদের সভাপতিত্বে অসুষ্ঠানে বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক মো: মনজুর রহমান বক্তব্য রাখেন।
পরে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে ১২ জন নারী উদ্যোক্তাকে ৩২ লাখ টাকার ঋণের চেক হস্তান্তর করা হয়। #