November 6, 2024, 10:59 am
পাইকগাছা ( খুলনা ) প্রতিনিধি।।
১৪ মে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষে খুলনার পাইকগাছায় র্যালি ও আলেচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।
অনুষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তৃতা করেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান। প্রভাষক বজলুর রহমান এর স ালনায় বক্তৃতা করেন, ইউপি সদস্য মোছাঃ এস্নেয়ারা বেগম, নাজমা কামাল, সীমা দাশ, শাহরিয়া সানজিদা, সাবিত্রী রানী দাশ।
এছাড়া কিশোর- কিশোরী শিক্ষক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
ইমদাদুল হক,
পাইকগাছা,খুলনা।