September 23, 2023, 5:28 pm
মোঃ বাবুল হোসেন পঞ্চগড় ;
পঞ্চগড়ে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ মে) বেলা ১১টায় বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন পঞ্চগড় শাখার উদ্যোগে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জেলা শাখার সভাপতি মায়া আক্তার, সাধারণ সম্পাদক সমুয়েল রায়, সদস্য আল ইমরান, মনিরুজ্জামান, কামাল হোসেন, সবুজ চন্দ্র বর্মন, মাকসুদা আক্তার, মিনি আক্তার প্রমুখ।
এর আগে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের পঞ্চগড় জেলা শাখার তিন শতাধিক শিক্ষার্থী বেলা ১১টায় পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউট ও সোনারতরী (প্রাইভেট) নার্সিং ইনস্টিটিউটের থেকে প্রতিবাদ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে অবস্থান নেন। পরে সেখানে তারা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।
এসময় বক্তারা বলেন, গত ২মে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স সমতাকরণ করে প্রজ্ঞাপন জারি করায় বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ড হতে পাশকৃত শিক্ষার্থী যাদের শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং তারপর যারা ৩/৪ বছরের পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্স করার পর শুধুমাত্র ৬ মাসের ইন্টার্নশীপ যোগ্যতা সম্পন্ন করে। তাদেরকে ৩ বছর মেয়াদী ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের সমমান করা হয়েছে। যা যোগ্যতা অনুসারে বিচার করলে চাক্ষুস পক্ষপাত দৃশ্যমান। কেন না এখানে শিক্ষাগত যোগ্যতার এক বিশাল বৈষম্য প্রচণ্ডভাবে লক্ষ্মণীয়। যা মেনে নেওয়া অসহনীয় এবং এটি নার্স চিত্তের ক্ষোভের সৃষ্টি করে । তাই এ সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান বক্তারা।
তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিবাদ সমাবেশ ও আন্দোলন চলমান থাকবে বলে মানববন্ধনে হুঁশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।