December 6, 2024, 11:58 pm
গীতি গমন চন্দ্র রায় গীতি।।
স্টাফ রিপোর্টার।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বিশ্ব মা দিবস উপলক্ষে রবিবার ১৪ মে ২০২৩ রর্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রানীশংকৈল উপজেলা হলরুমে সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহার সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,ঠাকুরগাঁও-৩ সংসদ সদস্য হাফিজউদ্দীন আহম্মেদ।এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম,বীর মুক্তিযোদ্ধা হাবিবর রহমান প্রমুখ।
উক্ত সভায় মা দিবসের ও মায়ের গুরুত্ব বর্ণনা করে অতিথিরা ছাড়াও বক্তব্য দেন- স্কাউট সাদিয়া,বেতার শিল্পী সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক,মহিলা আ’লীগ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও ভারপ্রাপ্ত সভানেত্রী সহ-অধ্যাপক নাসরিন আকতার,জাপা নেতা এ,জেড সুলতান,স্কাউট কমিশনার ইয়াকুব আলী প্রমুখ।
এ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কাউট লিডার ট্রেইনার ফয়জুল ইসলাম।পরে স্কাউট ছাত্র-ছাত্রীদের মধ্যে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।এবং বিশ্ব মা দিবস যথাযথ সম্মান প্রদর্শন পূর্বক পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিভিন্ন নেতাকর্মী,সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।