July 18, 2025, 7:06 pm
মহিউদ্দীন চৌধুরী,ষ্টাফ রিপোর্টারঃ
শুক্রবার বিকালে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নন্দিত যুব সংগঠন ‘বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব’ এর ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও উন্মুক্ত স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী চট্টগ্রাম বৌদ্ধ বিহার চত্বরে বর্ণাঢ্য আঙ্গিকে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির চেয়ারম্যান বাবু অজিত রঞ্জন বড়ুয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান নাট্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, একুশে টেলিভিশনের সিইও এবং সম্প্রীতি বাংলাদেশ এর আহবায়ক পিযূষ বন্দ্যোপাধ্যায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতির সিনিয়র ভাইস চেয়ারম্যান লায়ন আদর্শ কুমার বড়ুয়া,বৌদ্ধ সমিতি মহিলার সভাপতি পূরবী বড়ুয়া।অনুষ্ঠানে স্বাগত রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর সাধারন সম্পাদক স্বপন কুমার বড়ুয়া।বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির নব নির্বাচিত চেয়ারম্যান চিন্ময় বড়ুয়া রিন্টু ও মহাসচিব প্রকৌশলী সিমান্ত বড়ুয়াকে অনুষ্ঠানে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও উন্মুক্ত স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন পরিষদ-২০২৩ এর সভাপতি শিমুল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চলনা করেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর যুগ্ম সাধারন সম্পাদক সপু বড়ুয়া। বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর সহ সভাপতি প্রকৌশলী অসীম বড়ুয়া ও উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রণেল তালুকদার। যুব’র পক্ষ থেকে ২২/২৩ সালের সেরা সংঘঠক হিসেবে সংঘঠনের দপ্তর সম্পাদক সুমন বড়ুয়া বাপ্পি ও সৈকত তালুকদারেকে সন্মাননা প্রদান করা হয়। দুপুর ২.৩০ টায় থেকে ৫.৩০ পর্যন্ত অনুষ্ঠিত হয় ‘ক’ ‘খ’ বিভাগের চিত্রাংকন,আবৃত্তি ও গাথা/সুত্র প্রতিযোগিতা। এতে ২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। আলোচনা সভা শেষে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এবারের প্রতিযেগিতায় ‘খ’ বিভাগে থেকে ৩ বিষয়ে প্রথম স্হান লাভ করে একমাত্র স্বর্ণপদক বিজয়ী হলেন অস্পরা বড়ুয়া ফ্লোরা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর সাংস্কৃতিক সম্পাদক তাপস কুমার বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও সর্বশেষ আকর্ষণ ছিলো রেফেল ড্র।