December 6, 2024, 10:57 pm
নিজস্ব প্রতিবেদক, রাজশাহীঃ রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের মহিলালবাড়ী পুরাতন জামে মসজিদে একটি খাসি নিলাম দিয়ে বিপদে পড়েছেন কমিটির সদস্যগণ।
শুক্রবার জুম্মার নামাজ শেষে এ তুলকালাম কান্ডটি ঘটেছে। বিষয় টি গোদাগাড়ী টক অফ দ্যা টাউনে পরিনত হয়েছে।
শুরবার দুপুর সাড়ে ১২ টার দিকে একটি সাদা রংয়ের কুরবানি দড়িসহ ওজু খানায় প্রবেশ করে। একজন মুসাল্লী কেউ ছাগলটি বেঁধে রেখে নামাজ পড়তে মসজিদে ডুকেছেন এবং ছাগলটি ছুটে গেছে মনে করে ছাগলটি মসজিদের একটি জায়গায় বেঁধে রাখেন। কিন্তু নামাজ শেষে ছাগলের মালিক খুঁজে না পাওয়ায় কমিটির লোকজন মনে করেন কেউ বেশি পুন্যের আশায় বেনামীতে দান করেছেন।
কমিটির অন্যতম সদস্য মৃত্যু দুখু শাহের ছেলে শিক্ষক সাইফুল ইসলাম খাঁসিটির নিলাম ডাক শুরু করেন। সর্বোচ্চ ৮ হাজার টাকা দাম দিয়ে মাদ্রসার পাড়া সাজ্জাদ আলি (ডাড্ডি) কিনে নিয়ে যান আখিকা দেয়ার জন্য। মসজিদ কমিটির কোষাধ্যক্ষ বাবু বলেন, ছাগলটি যদি দান করে না থাকে তবে সমস্যার সৃষ্টি হবে। তাই সাজ্জাদ আলীর ভাই আসাদুজ্জামান বুধুর মাধ্যমে সংবাদ পাঠানো হয় যেন খাঁসিটি জবাই না দেন।
বিকালে মহিশালবাড়ী ফকির পাড়া এলাকার মৃত্যু এলাহির ছেলে মোঃ মুনজুর রহমান খাসিটি তার কুরবানি বলে দাবী করেন, কমিটির কয়েকজন সদস্যসহ দ্রুত সাজ্জাদের বাড়ী গিয়ে খাঁসিটি নিয়ে আসেন। মসজিদ কমিটি তাকে ৮ হাজার টাকা ফেরত দিয়ে বিষয়টি সুরাহা করেন।
এব্যপারে মসজিদ কমিটির সদস্য পারফেক্ট গার্মেন্টস এর মালিক এ প্রতিবেদকে জানান বিষয়টি যাচাই বাছাই করে নিলাম করা উচিৎ ছিল। যদি খাঁসিটি জবাই দিয়ে দিত তবে আমরা আরও সমস্যায় পড়তো। মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব নূর বকতিয়ার একই মন্তব্য করেন।
খাসি ক্রেতা সাজ্জাদ ডাড্ডি বলেন, আমি মুনজুর রহমানকে ছাগল ফেরত দিয়েছি। যে খাসিটি বেঁধেছিল সে ঠিক কাজ করে নি।
মোঃ হায়দার আলী
রাজশাহী।