September 9, 2024, 6:53 pm
আজিজুল ইসলামঃ যশোরের বাগআঁচড়ায় উৎসব পরিবেশে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে।
রবিবার সকাল ১০ টা থেকে এখানকার দুটি কেন্দ্রে এস এস সি পরীক্ষা শুরু হয়।
এখানকার ২টি কেন্দ্রে মোট ৬৮৮ জন পরীক্ষার্থী অংশ নেয় । সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে এখানে সকল প্রকার পদক্ষেপ প্রহণ করা হয়।
প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরিক্ষা চলাকালীন বাগআঁচড়া পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহি অফিসার নারায়ন চন্দ্র পাল।
বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যামিক বিদ্যালয়ের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক খান হাসান আরিফ আহম্মেদ জানান,এ কেন্দ্রে ৫ টি বিদ্যালয়ের ৩৬৪ জন পরিক্ষার্থি অংশগ্রহন করেছেন।এর মধ্যে ছাত্র ১১৪ জন,ছাত্রী ২৫০ জন। অনুউপস্থিত ছিলো ১০ জন।
অপরদিকে বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এ্যান্ড কলেজের কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষিকা শাহানারা খাতুন জানান, এ কেন্দ্রে ৫ টি বিদ্যালয়ের ৩২৪ জন পরিক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ২২২ জন ছাত্র ও ১০২ জন ছাত্রী রয়েছে ।এখানে অনুউপস্থিত ছিলো ৭ জন।
এবারের এস এস সি পরিক্ষা নকলমুক্ত রাখতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়। এছাড়াও সকল কোচিং সেন্টার বন্ধ করা হয়।