September 10, 2024, 6:43 pm
স্টাফ রিপোর্টার:- নিরেন দাস
জয়পুরহাটের কালাইয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বিল্পব হোসেন (১৮) নামে এক স্কুল ছাত্র নিহত হয়েছেন।
শনিবার (২২ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় মোলামগাড়ী টু দুপচাঁচিয়া আঞ্চলিক মহাসড়কে মহেশপুর বুড়িপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে৷
নিহত বিল্পব হোসেন কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। সে উপজেলার মোলামগাড়ীহাট এস এ ক্যাডেট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলো।
এবিষয়ে কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন গণমাধ্যম কর্মীদের বলেন, নিহতের পরিবারের পক্ষে থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিরেন দাস,জয়পুুরহাট