September 21, 2024, 4:07 am
উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে:
নড়াইল সদর থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার একজন। নড়াইলে ১১৬ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে সদর থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মোঃ রহমত আলী (২৩) নড়াইল সদর উপজেলার গোপালপুর গ্রামের বাবুল শেখের পুত্র। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে (২১ এপ্রিল) সন্ধ্যায় সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমানের দিক-নির্দেশনায় এসআই (নিঃ) সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর থানাধীন কুলাইগাছি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করে। পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশ নিরলসভাবে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।