September 18, 2024, 7:47 am
এম এ আলিম রিপন,সুজানগর ঃ সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়নের গরীব,দুঃস্থ ও অসহায় মানুষদের মাঝে মানবতার দেয়াল(সবার জন্য মানবিক সংগঠন) এর উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। অত্র সংগঠনের সভাপতি আজিজুল কায়সারের সভাপতিত্বে দরিদ্র মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। প্রধান বক্তা ছিলেন বিসেফ ফাউন্ডেশনের সভাপতি কৃষি বিজ্ঞানী ড.মোহাম্মদ জয়নুল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ড. মোঃ মজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম, বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা স্মৃতি পরিষদ জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক মিয়া ও সাবেক সহকারী অধ্যাপক খোন্দকার মোসাদ্দেক হোসেন মান্নান। পরিচালনায় ছিলেন হুমায়ন কবির ও কাজী সুমন মাহমুদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাজী আলামিন ও আমিনুল ইসলাম আশিক।
এম এ আলিম রিপন
সুজানগর(পাবনা)প্রতিনিধি