September 18, 2024, 7:32 am
মোঃ বাবুল হোসেন পঞ্চগড়:
পঞ্চগড়ে সরকারি শতাধিক কাঁঠালগাছ কাটা হয়েছে। কোন প্রয়োজন ছাড়াই গাছগুলো কাটায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। কামাত কাজলদিঘী ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশন প্রায় ৩০ বছর আগে গাছগুলো রোপন করেছিল।
অভিযোগ উঠেছে, কামাত কাজলদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অরুন চন্দ্র সরকার গাছগুলো কেটেছেন।
এদিকে এসব গাছ জব্দের পাশাপাশি এ ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মো.মাসুদুল হক।
স্থানীয়রা জানান, নিজের লোকজন দিয়ে কয়েকদিন ধরে তড়িঘড়ি করে গাছগুলো কেটে নিয়েছে অরুন চন্দ্র। কারণ জানতে চাইলে অরুন চন্দ্র বলেন, টেন্ডারের আওতায় গাছ কাটা হয়েছে। কেটে নেওয়া গাছ টুনিরহাট-কালিয়াগঞ্জ সড়কে অরুনের মিল মাঠে রাখা হয়েছে।
আ.লীগ অরুন চন্দ্র সরকার জানান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারসহ মসজিদ কমিটির লোকজন আমাকে গাছ কাটতে বলছে। এছাড়াও উপজেলা প্রশাসন থেকে নেওয়া একটি টেন্ডারে গাছ কম থাকায় সেখান থেকে কিছু গাছ কাটা হয়েছে।
ইউনিয়ন সমাজ কল্যাণ ফেডারেশনের সাধারন সম্পাদক আইবুল হক জানান, বোয়ালমারী মসজিদের জন্য তাকে ৩০ টি গাছ কাটার অনুমোদন দিয়েছে ফেডারেশন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এর থেকে বেশি কাটছে কি না, সেটা জানা নেই।
মসজিদ কমিটির সভাপতি সাইদুল হক জানান, মসজিদের নির্মাণ কাজের জন্য ১০ হাজার টাকা দিয়েছে পরিষদ ও ফেডারেশন।
স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম জানান, এতো বেশি গাছ কাটার বিষয়টি জানি না। ছয়টা গাছ কেটেছে, এটা জানি। এর মধ্যে ঘটবর মসজিদে সাড়ে তিন হাজার,এতিমখানায় চার হাজার টাকা দেন অরুন চন্দ্র।
কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল প্রধান জানান,কিছু গাছ মসজিদে দিয়েছে বলে শুনেছি।এর থেকে বেশি কিছু জানি না।